হাবজি গাবজি
হাবজি গাবজি হলো রাজ চক্রবর্তী পরিচালিত ২০২২ সালের ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র।[1] রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট এবং সৃজন আর্টসের ব্যানারে চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন যথাক্রমে রাজ চক্রবর্তী এবং শ্যাম আগরওয়াল।[1] শিশু এবং কিশোরদের উপর অনলাইন গেমিংয়ের প্রভাবের উপর ভিত্তি করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটিতে শুভশ্রী গাঙ্গুলী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং সামন্তক দ্যুতি মৈত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
হাবজি গাবজি | |
---|---|
পরিচালক | রাজ চক্রবর্তী |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | পদ্মনাভ দাশগুপ্ত |
কাহিনিকার | রাজ চক্রবর্তী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ইন্দ্রদীপ দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | মানস গাঙ্গুলী |
সম্পাদক | মো. কালাম |
প্রযোজনা কোম্পানি |
|
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
- শুভশ্রী গাঙ্গুলী — অহনা বসু[2]
- পরমব্রত চট্টোপাধ্যায় — আদিত্য বসু[3]
- সামন্তক দ্যুতি মৈত্র — কিশোর অনীশ বসু/টিপু[4]
- ওশ মল্লিক — শিশু অনিশ বসু/টিপু[4]
- সুপ্রভাত দাস - একজন পুলিশ তদন্তকারী
- পদ্মনাভ দাশগুপ্ত — অর্জুন দা
- অনির্বাণ ভট্টাচার্য — ডা. অরুণাংশু রায়
সাউন্ডট্র্যাক
হাবজি গাবজি | |
---|---|
ইন্দ্রদীপ দাশগুপ্ত কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২০২২ |
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক |
দৈর্ঘ্য | ৬:৩০ |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট |
নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "দূরে" | শ্রীজাত | পাপন এবং ইমন চক্রবর্তী | ৩:০৭ |
২. | "একা একা আমি" | রিতম সেন | মোহন কান্নান | ৩:২৩ |
মোট দৈর্ঘ্য: | ৬:৩০ |
মুক্তি
চলচ্চিত্রটির ট্রেলার ১৪ নভেম্বর ২০২০-এ প্রকাশিত হয়। চলচ্চিত্রটি .৩ জুন ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[5]
তথ্যসূত্র
- "Habji Gabji Review: মোবাইলের নেশায় ধ্বংস শৈশব, রোমহর্ষক বাস্তব দেখাল 'হাবজি গাবজি'"। Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪।
- "Tollywood star Subhashree Ganguly tells us why she became a part of Habji Gabji"। www.indulgexpress.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪।
- আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২২-০৫-৩০)। "লকডাউনে মুক্তি আটকালেও, যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল 'হাবজি-গাবজি', বলছেন রাজ"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪।
- সেনগুপ্ত, সোহিনী। "Habji Gabji: বুকে কাঁপন ধরাবে রাজের 'হাবজি গাবজি', পরম পাওয়া ওশ, স্যমন্তকদ্যুতি"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪।
- "Release alert: 'Habji Gabji' to release in June, 'Dharmajuddho' coming out in August - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাবজি গাবজি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.