হাঙ্গেরির ভাষা

হাঙ্গেরীয় ভাষা হাঙ্গেরির সরকারি ভাষা এবং এই ভাষাতে হাঙ্গেরির ৯৮% লোক কথা বলে। হাঙ্গেরিতে প্রচলিত অন্যান্য ভাষাগুলির মধ্যে আছে জার্মান ভাষা, রোমানি ভাষা বা জিপসি ভাষা, সার্বো-ক্রোয়েশীয় ভাষা-র বিভিন্ন উপভাষা, এবং স্লোভানীয় ভাষা। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ও জার্মান ভাষা ব্যবহার করা হয়।

তিন ভাষায় লেখা ফলক ( হাঙ্গেরীয়, রোমানীয়], জার্মান (যার অর্থ "সামাজিক স্বাস্থ্য বীমা")

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.