হাউসফুল ৩
হাউজফুল ৩ হচ্ছে সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এবং সাজিদ-ফরহাদ কর্তৃক পরিচালিত একটি ভারতীয় রম্য চলচ্চিত্র। এটি হাউজফুল সিরিজের তৃতীয় চলচ্চিত্র; যাতে মূখ্য ভুমিকায় অভিনয় করেছে অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, রিতেশ দেশমুখ।[1] চলচ্চিত্রটি ২০১৬ সালের ৩ জুন মুক্তি পায়।[2]
হাউজফুল ৩ | |
---|---|
![]() হাউজফুল ৩ চলচ্চিত্রের পোস্টার | |
Housefull 3 | |
পরিচালক | সাজিদ-ফরহাদ |
প্রযোজক | সাজিদ নাদিয়াদওয়ালা সুনিল এ লুলা |
রচয়িতা | তুষার হিরানন্দানী সাজিদ-ফরহাদ(সংলাপ) কে. সুভাশ জিতেন্দ্র পারমার(গল্প) |
চিত্রনাট্যকার | সাজিদ-ফরহাদ রাজন আগারওয়াল |
কাহিনিকার | কে. সুভাশ জিতেন্দ্র পারমার |
শ্রেষ্ঠাংশে | অক্ষয় কুমার জ্যাকলিন ফার্নান্দেজ অভিষেক বচ্চন নার্গিস ফাখরি রিতেশ দেশমুখ লিসা হেইডোন |
সুরকার | তোশি সাব্রি শারিব সাব্রি সোহেল সেন মিকা সিং তানিশক বাগচি মিনিন্দ গাবা আবহ সঙ্গীত: জুলিয়াস প্যাকিয়াম |
চিত্রগ্রাহক | ভিকাস শিবরমন |
সম্পাদক | স্টিভেন এইচ. বার্নার্ড |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩৪ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | হিন্দি |
অভিনয়
- অক্ষয় কুমার - স্যান্ডি
- জ্যাকলিন ফার্নান্দেজ - গঙ্গা
- অভিষেক বচ্চন - বান্টি
- নার্গিস ফাখরি - সরস্বতী
- রিতেশ দেশমুখ - টেডি
- লিসা হেইডোন - যমুনা
- জ্যাকি শ্রফ - উর্জা নাগ্রিক
- বোমান ইরানি - বাঁটুক প্যাটেল
তথ্যসূত্র
- "Akshay Kumars Housefull 3 Blooper, Also Starring Riteish, Abhishek - NDTV Movies"। NDTVMovies.com। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫।
- "Snapshot: Akshay Kumar, Riteish Deshmukh look adorable in 'Housefull 3' look test"। IBNLive। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাউসফুল ৩ (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় হাউসফুল থ্রি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.