হাইম তোপোল
হাইম তোপোল (হিব্রু ভাষায়: חיים טופול, জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৩৫),[1] শুধু তোপোল নামেও পরিচিত,[2] হলেন একজন ইসরায়েলি অভিনেতা, গায়ক, কৌতুকাভিনেতা, কণ্ঠশিল্পী, চলচ্চিত্র প্রযোজক, লেখক ও চিত্রশিল্পী। তিনি ফিডলার অন দ্য রুফ মঞ্চনাটক ও একই নামের চলচ্চিত্রে টেভি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। মঞ্চে তিনি ৩,৫০০ বারের বেশি এই চরিত্রে অভিনয় করেছেন এবং ১৯৬০-এর দশকের শেষ থেকে ২০০৯ সাল পর্যন্ত এর পুনরুজ্জীবিতকরণে কাজ করেন।[2] চলচ্চিত্রে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, এবং ১৯৯১ সালে মঞ্চে পুনরুজ্জীবিতকরণে অভিনয় করে সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ মুখ্য অভিনেতা বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
হাইম তোপোল | |
---|---|
חיים טופול | |
জন্ম |
তিনি শিশুদের বিশেষ প্রয়োজন নিয়ে গঠিত প্রতিষ্ঠান ভ্যারাইটি ইসরায়েলের প্রতিষ্ঠাতা এবং আরব ও ইহুদি শিশুদের জীবন বিপন্নকারী অসুস্থতা নিয়ে বছর ব্যাপী ক্যাম্প জর্ডান রিভার ভিলেজের চেয়ারম্যান। ২০১৫ সালে তিনি আজীবন কৃতিত্বের জন্য ইসরায়েল পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
- ম্যালটিন ১৯৯৪, পৃ. ৮৮১।
- স্ল্যাটার, রবার্ট (৬ ফেব্রুয়ারি ২০১৩)। "One More Fiddle for the Road"। দ্য জেরুসালেম পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
- অলমুভিতে হাইম তোপোল
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে হাইম তোপোল (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাইম তোপোল (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে হাইম তোপোল (ইংরেজি)