অবকক্ষ (আন্তরমস্তিষ্ক)
অবকক্ষ বা হাইপোথ্যালামাস (ইংরেজি: Hypothalamus) (গ্রিক থেকে ὑπό = নিচে এবং θάλαμος = কক্ষ, প্রকোষ্ঠ) অগ্র মস্তিষ্কের একটি অংশ যা কক্ষের (থ্যালামাসের) ঠিক নিচে অবস্থিত ও ধূসর পদার্থ দ্বারা নির্মিত একটি কাঠামো। অবকক্ষ হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট দ্বারা পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকার মাধ্যমে স্নায়ু তন্ত্রের সাথে অন্তঃক্ষরা গ্রন্থির সংযোগ ঘটায়। অবকক্ষ শ্বসনজনিত কিছু কাজ ছাড়াও স্বয়ংক্রিয় স্নায়ু তন্ত্রের কিছু কাজ করে। এটি কতিপয় উদ্বোধক রস (হরমোন) সৃষ্টি ও ক্ষরণ করে যাদের অবকক্ষীয় উদ্বোধক রস বা বিমুক্তকারী উদ্বোধক রস (রিলিজিং হরমোন) বলে। আর এরই প্রভাবে এরা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত কিংবা নিবৃত করে।
অবকক্ষ (হাইপোথ্যালামাস) | |
---|---|
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | hypothalamus |
মে-এসএইচ | D007031 |
নিউরোলেক্স আইডি | birnlex_734 |
টিএ৯৮ | A14.1.08.401 A14.1.08.901 |
টিএ২ | 5714 |
এফএমএ | FMA:62008 |
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা |
অবকক্ষ শরীরের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের মত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে।[1]
ক্ষরিত উদ্বোধক রস (হরমোন)
ক্ষরিত উদ্বোধক রস (হরমোন) | সংক্ষিপ্ত রূপ | উৎপত্তি স্থান | প্রভাব |
---|---|---|---|
থাইরোট্রপিন বিমুক্তকারী উদ্বোধক রস | TRH | হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরন | অগ্র পিটুইটারি হতে থাইরয়েড উদ্দীপক উদ্বোধক রস (TSH)কে নিঃসরিত হতে উদ্দীপ্ত করে। |
ডোপামিন (প্রোল্যাক্টিন নিবারনকারী উদ্বোধক রস) |
DA বা PIH | আরকুয়েট নিউক্লিয়াসের ডোপামিন নিউরন | অগ্র পিটুইটারি হতে প্রোল্যাক্টিন নিঃসরণে বাঁধা দেয়। |
গ্রোথ উদ্বোধক রস বিমুক্তকারী উদ্বোধক রস | GHRH | আরকুয়েট নিউক্লিয়াসের নিউরো-এন্ডোক্রাইন নিউরন | অগ্র পিটুইটারি হতে গ্রোথ উদ্বোধক রসকে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে। |
সোমাটোস্ট্যাটিন (গ্রোথ উদ্বোধক রস নিবারক উদ্বোধক রস) |
SS, GHIH, বা SRIF | পেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নিউরো-এন্ড্রোক্রাইন কোষ | অগ্র পিটুইটারি হতে গ্রোথ উদ্বোধক রস কে নিঃসরণে বাঁধা দেয় । অগ্র পিটুইটারি হতে থাইরয়েড উদ্দীপক উদ্বোধক রস (TSH) কে নিঃসরণে বাধা দেয় |
গোনাডোট্রপিন বিমুক্তকারী উদ্বোধক রস | GnRH বা LHRH | প্রি-অপটিক এলাকা্র নিউরো-এন্ডোক্রাইন নিউরন | অগ্র পিটুইটারি হতে ফলিকল উদ্দীপক উদ্বোধক রস (FSH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে। অগ্র পিটুইটারি হতে লুটিনাইজিং উদ্বোধক রস (LH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে। |
কর্টিকোট্রপিন বিমুক্তকারী উদ্বোধক রস | CRH বা CRF | হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরন এর পারভোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরন | অগ্র পিটুইটারি হতে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন উদ্বোধক রস (ACTH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে। |
অক্সিটোসিন | OT বা OXT | সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এর ম্যাগনোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরন | জরায়ু সংকোচন ল্যাকটেশন (দুগ্ধ নিঃসৃত হওয়া) |
ভ্যাসোপ্রেসিন (অ্যান্টিডাইইউরেটিক উদ্বোধক রস) |
ADH বা AVP বা VP | সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এর পারভোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরন , ম্যাগনোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরন | নেফ্রনের ডিস্টাল পেঁচানো নালিকা(Distal Convoluted Tubule) এবংসংগ্রাহী ডাক্ট(Collecting Duct) এ পানির প্রবেশ্যতা(permeability) বাড়ায় , এভাবে পানির পুনর্শোষণ (reabsorption) বৃদ্ধি করে। |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- The Hypothalamus and Pituitary at endotexts.org
- NIF Search - Hypothalamus via the Neuroscience Information Framework
- Space-filling and cross-sectional diagrams of hypothalamic nuclei: right hypothalamus, anterior, tubular, posterior.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.