হলদি নদী
হলদি নদী কংসাবতী ও কেলেঘাই নদীর যুগ্ম প্রবাহের নাম। কেশবপুরের কাছে দুই নদী মিলিত হয়ে হলদি নদীর উৎপত্তি ঘটেছে। রূপনারায়ণ ও হুগলি নদীর মিলনস্থলের অদূরে হলদি হুগলি নদীতে মিশেছে।নদীটির মোট দৈর্ঘ্য ২৪ কিমি। হলদি নদীর অববাহিকাটির মোট আয়তন ১০,২১০ বর্গ কিলোমিটার।[1][2]
হলদি নদী | |
![]() মাছ ধরার নৌকা হলদি নদীতে। মাছ ধরার নৌকা হলদি নদীতে। | |
দেশ | ভারত |
---|---|
রাজ্য | পশ্চিমবঙ্গ |
অঞ্চল | মেদিনীপুর বিভাগ |
জেলা | পূর্ব মেদিনীপুর জেলা |
উৎস | কংসাবতী ও কেলেঘাই |
- অবস্থান | কেশবপুর, পূর্ব মেদিনীপুর জেলা, মেদিনীপুর বিভাগ, পশ্চিমবঙ্গ, ভারত |
মোহনা | হুগলি নদী (গঙ্গা) |
- অবস্থান | হলদিয়া, পূর্ব মেদিনীপুর জেলা, মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ, ভারত |
দৈর্ঘ্য | ২৪ কিলোমিটার (১৫ মাইল) |
ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনামাফিক এই হলদি নদীর মোহনার কাছেই বাংলার নতুন বন্দর-নগরী হলদিয়া ও হলদিয়া বন্দর গড়ে উঠেছে।
তথ্যসূত্র
- বন্দ্যোপাধ্যায়, দিলীপকুমার (২০০৭)। বাংলার নদনদী। কলকাতা।
- "Rivers of Medinipur district – Haldi"। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.