হলদি নদী

হলদি নদী কংসাবতীকেলেঘাই নদীর যুগ্ম প্রবাহের নাম। কেশবপুরের কাছে দুই নদী মিলিত হয়ে হলদি নদীর উৎপত্তি ঘটেছে। রূপনারায়ণহুগলি নদীর মিলনস্থলের অদূরে হলদি হুগলি নদীতে মিশেছে।নদীটির মোট দৈর্ঘ্য ২৪ কিমি। হলদি নদীর অববাহিকাটির মোট আয়তন ১০,২১০ বর্গ কিলোমিটার।[1][2]

হলদি নদী
মাছ ধরার নৌকা হলদি নদীতে।
মাছ ধরার নৌকা হলদি নদীতে।
দেশ ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
অঞ্চল মেদিনীপুর বিভাগ
জেলা পূর্ব মেদিনীপুর জেলা
উৎস কংসাবতীকেলেঘাই
 - অবস্থান কেশবপুর, পূর্ব মেদিনীপুর জেলা, মেদিনীপুর বিভাগ, পশ্চিমবঙ্গ, ভারত
মোহনা হুগলি নদী (গঙ্গা)
 - অবস্থান হলদিয়া, পূর্ব মেদিনীপুর জেলা, মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ, ভারত
দৈর্ঘ্য ২৪ কিলোমিটার (১৫ মাইল)

ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনামাফিক এই হলদি নদীর মোহনার কাছেই বাংলার নতুন বন্দর-নগরী হলদিয়াহলদিয়া বন্দর গড়ে উঠেছে।

তথ্যসূত্র

  1. বন্দ্যোপাধ্যায়, দিলীপকুমার (২০০৭)। বাংলার নদনদী। কলকাতা।
  2. "Rivers of Medinipur district – Haldi"। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.