হলদিয়া ইউনিয়ন, রাউজান
হলদিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হলদিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() হলদিয়া ![]() ![]() হলদিয়া | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৫৪′৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান (এক নাগারে তৃতীয় ২০১১ থেকে বর্তমান অবধি রানিং চেয়ারম্যান | বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৪৭.১৪ বর্গকিমি (১৮.২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২০,৪৬৭ |
• জনঘনত্ব | ৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.০৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
হলদিয়া ইউনিয়নের আয়তন ১১,৬৪৮ একর (৪৭.১৪ বর্গ কিলোমিটার)।[1] এটি রাউজান উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী হলদিয়া ইউনিয়নের জনসংখ্যা ২০,৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ১০,০২৪ জন এবং মহিলা ১০,৪৪৩ জন।[1]
অবস্থান ও সীমানা
রাউজান উপজেলার সর্ব-উত্তরে হলদিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিযনের দূরত্ব প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ডাবুয়া ইউনিয়ন; পশ্চিমে নওয়াজিশপুর ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন ও খিরাম ইউনিয়ন; উত্তরে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
হলদিয়া ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ক্রম নং | ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|---|
০১ | ১নং ওয়ার্ড | উত্তর সর্ত্তা |
০২ | ২নং ওয়ার্ড | উত্তর সর্ত্তা |
০৩ | ৩নং ওয়ার্ড | উত্তর সর্ত্তা |
০৪ | ৪নং ওয়ার্ড | হলদিয়া |
০৫ | ৫নং ওয়ার্ড | হলদিয়া |
০৬ | ৬নং ওয়ার্ড | গর্জনিয়া |
০৭ | ৭নং ওয়ার্ড | ইয়াছিন নগর |
০৮ | ৮নং ওয়ার্ড | ইয়াছিন নগর |
০৯ | ৯নং ওয়ার্ড | জানিপাথর |
শিক্ষা ব্যবস্থা
হলদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫২.০৬%।[1] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- হযরত ইয়াছিন শাহ পাবলিক কলেজ
- মাদ্রাসা
- গর্জনিয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
- উত্তর সর্ত্তা গাউছিয়া হাফেজিয়া আলিম মাদ্রাসা
- আলীখীল দাওয়াতখোলা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসা
- দমদমা নুরুল উলুম আহমদিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়
- উত্তর সর্ত্তা দরগাহ উচ্চ বিদ্যালয়
- হযরত ইয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়
- হলদিয়া উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আলীখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইয়াছিন নগর জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইয়াছিন নগর ফকির টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সর্ত্তা দরগাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সর্ত্তা দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সর্ত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এ এম এস গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জানিপাথর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বৃক্ষ ভানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- ইয়াছিন শাহ ইনস্টিটিউট
- হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমি, ওয়ার্ড নং ৫
যোগাযোগ ব্যবস্থা
হলদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাউজান-ফটিকছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
হলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খাল/ছড়াগুলো হল ভোমর ঢালা ছড়া, নারকেল্লা ছড়া, ফটিকছড়ি খাল, খরনাথ ছড়া এবং করইল্যা ছড়া।[9]
হাট-বাজার
হলদিয়া ইউনিয়নের প্রধান ৫টি হাট/বাজার হল দরগাহ বাজার, বৈজ্জাহাট, আমিরহাট, ফকিরটিলা বাজার এবং জানিপাথর বাজার।[10]
দর্শনীয় স্থান
- হলদিয়া রাবার বাগান
- উপজেলা চেয়ারম্যানের বাড়ী
- বৃন্দাবন
- অলির টিলা
রাউজান উপজেলা হইতে ৫ কিলোমিটার উত্তরে আমির হাট হতে ২ কিলোমিটার পূর্বে এহসানুল হায়দার চৌধুরীর বাড়ী।[11]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শফিকুল ইসলাম[12]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ নজমুল হক | ১৯৭১-১৯৭২ |
০২ | মোহাম্মদ রফিকুল ইসলাম | ১৯৭২-১৯৭৩ |
০৩ | মোহাম্মদ সামশুল হুদা | ১৯৭৪-১৯৭৮ |
০৪ | এম আবদুল ওহাব | ১৯৭৮-১৯৮২ |
০৫ | আবদুল কাদের চৌধুরী | ১৯৮৩-১৯৮৮ |
০৬ | এম আবদুল ওহাব | ১৯৮৮-১৯৯২ |
০৭ | আহসানুল হক | ১৯৯৩-১৯৯৭ |
০৮ | আবদুল মোমেন চৌধুরী | ১৯৯৮-২০১১ |
০৯ | মোহাম্মদ শফিকুল ইসলাম | ২০১১-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- "এক নজরে হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- "কলেজ - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd।
- "মাদ্রাসা - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=10%5B%5D
- "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd।
- "নদ নদী - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- "হাট বাজারের তালিকা - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"। SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- "পূরাতন চেয়ারম্যানবৃন্দ - হলদিয়া ইউনিয়ন - হলদিয়া ইউনিয়ন"। holdiaup.chittagong.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।