হরিরামপুর ইউনিয়ন, ত্রিশাল
হরিরামপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
হরিরামপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() হরিরামপুর ![]() ![]() হরিরামপুর | |
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ত্রিশাল উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১৯৬২ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আবু সাঈদ |
সাক্ষরতার হার | |
• মোট | ৩১.২৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
প্রশাসনিক এলাকা
এই ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড রয়েছে।
আয়তন ও জনসংখ্যা
আয়তন-৫৮৮১ একর। জনসংখ্যা- পুরুষ-১১৮০১ জন। মহিলা- ১১৪৩৯ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৩১.২৬%
শিক্ষা প্রতিষ্ঠান
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ আবু সাঈদ
ক্রমিক | চেয়ারম্যানগণের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আঃ ছোবান বিশ্বাস | ১৯৬২-১৯৬৬ |
০২ | আক্কাছ আলী | ১৯৬৭-১৯৭০ |
০৩ | আইয়ুব উদ্দিন খান | ১৯৭১-১৯৭২ |
০৪ | ডাঃ আঃ রাজ্জাক | ১৯৭৩-১৯৭৬ |
০৫ | মোহাম্মদ আলী | ১৯৭৭ -১৯৮৪ |
০৬ | মোঃ আঃ আওয়াল | ১৯৮৫-১৯৯৫ |
০৭ | আঃ কাদের মাস্টার | ১৯৯৩-১৯৯৭ |
০৮ | মোঃ মানিকুজ্জামান (মানিক) | ১৯৯৮-২০০২ |
০৯ | মোঃ খালেকুজ্জামান | ২০০৩- ২০১১ |
১০ | মোঃ মেছবাহুল আলম | ২০১১-২০১৬ |
১১ | মোঃ আবু সাঈদ | ২০১৬-বর্তমান |
তথ্যসূত্র
- "হরিরামপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
- "ত্রিশাল উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.