হরিয়ানার জেলাসমূহের তালিকা

হরিয়ানা উত্তর ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটিতে বর্তমানে রয়েছে ২২টি জেলা এবং জনসংখ্যার বিচারে এই রাজ্যটি সারা ভারতে ১৮ তম স্থান অধিকার করেছে। [1] রাজ্যটির উত্তর দিকে রয়েছে পাঞ্জাবহিমাচল প্রদেশ রাজ্য, পশ্চিম এবং দক্ষিণ দিকে রয়েছে রাজস্থান রাজ্য। পূর্ব দিক দিয়ে প্রবাহিত যমুনা নদী হরিয়ানা ও দিল্লির সহিত উত্তরপ্রদেশ রাজ্যের সীমানা নির্ধারণ করেছে। ভারতের রাজধানী অঞ্চল দিল্লির উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিকে রয়েছে হরিয়ানা রাজ্য। এর ফলে হরিয়ানা রাজ্যের একটি বিস্তীর্ণ অঞ্চল ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের আওতাভুক্ত। [2] যুগ্মভাবে চণ্ডীগড় শহরটি পাঞ্জাব এবং হরিয়ানার উভয় রাজ্যের রাজধানী।

উত্তর ভারতে অবস্থিত হরিয়ানা রাজ্য

ইতিহাস

১৯৬৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে,তৎকালীন পূর্ব পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করে দক্ষিণ-পূর্বাংশের ৭ টি জেলা নিয়ে হরিয়ানা নামে একটি নতুন পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা হয়। প্রাথমিক সাতটি জেলা ছিল যথাক্রমে: রোহতক, জিন্দ, হিসার, মহেন্দ্রগড়, গুরগাঁও, কার্নাল এবং আম্বালা জেলা। ভাষিক জনতত্ত্ব পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৎকালীন সংসদীয় সভার, তাতা লোকসভার অধ্যক্ষ সর্দার হুকুম সিংয়ের সুপারিশ অনুযায়ী পূর্ব পাঞ্জাব কে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। [3] পরবর্তীকালে মূল সাতটি জেলার পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন ১৫ টি জেলা গঠন করা হয়। হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী ঘোষিত হন শ্রীযুক্ত ভগবত দয়াল শর্মা।

জেলাসমূহ

বিভিন্ন সময়ে একাধিক প্রশাসনিক এবং আপ্রশাসনিক কারণে হরিয়ানা সরকার রাজ্যটিকে ২২ টি জেলায় বিভক্ত করেছে। জেলাগুলির তালিকা নিম্নরূপ:

# কোড জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[4] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি) চিহ্নিত মানচিত্র
এএমআম্বালাআম্বালা১১,৩৬,৭৮৪১,৫৬৯৭২২
কেটিকৈথলকৈথল১০,৭২,৮৬১২,৭৯৯৪৬৭
কেআরকার্নালকার্নাল১৫,০৬,৩২৩২,৪৭১৫৯৮
কেইউকুরুক্ষেত্রকুরুক্ষেত্র৯,৬৪,২৩১১,৫৩০৬৩০
জিইউগুরুগ্রামগুরুগ্রাম১৫,১৪,০৮৫২,৭৬০১,২৪১
চরখি দাদরিচারখি দাদরি
জেআইজিন্দজিন্দ১৩,৩২,০৪২২,৭০২৪৩৮
জেএইচঝজ্জরঝজ্জর৯,৫৬,৯০৭১,৮৬৮৫২২
এমডব্লিউনুহনুহ১০,৮৯,৪০৬১,৭৬৫৭২৯
১০পিকেপাঁচকুলাপাঁচকুলা৫,৫৮,৮৯০৮১৬৬২২
১১পিপিপানিপথপানিপথ১২,০২,৮১১১,২৫০৯৪৯
১২পিডব্লিউপালওয়ালপালওয়াল১০,৪০,৪৯৩১,৩৬৭৭৬১
১৩এফটিফতেহাবাদফতেহাবাদ৯,৪১,৫৩২২,৫৩৮৩৭১
১৪এফআরফরিদাবাদফরিদাবাদ১৭,৯৮,৯৫৪৭৮৩২,২৯৮
১৫বিএইচভিওয়ানিভিওয়ানি১৬,২৯,১০৯৫,১৪০৩৪১
১৬এমএমহেন্দ্রগড়নারনাউল৯,২১,৬৮০১,৯০০৪৮৫
১৭ওয়াইএনযমুনানগরযমুনানগর১২,১৪,১৬২১,৭৫৬৬৮৭
১৮আরইরেওয়ারীরেওয়ারী৮,৯৬,১২৯১,৫৫৯৫৬২
১৯আরওরোহতকরোহতক১০,৫৮,৬৮৩১,৬৬৮৬০৭
২০এসআইসিরসাসিরসা১২,৯৫,১১৪৪,২৭৬৩০৩
২১এসএনপিসোনিপথসোনিপথ১৪,৮০,০৮০২,২৬০৬৯৭
২২এইচআইহিসারহিসার১৭,৪২,৮১৫৩,৭৮৮৪৯৩

তথ্যসূত্র

  1. "Size, Growth Rate and Distribution of Population – Ranking of States and Union Territories by population: 2001 and 2011" (পিডিএফ)censusindia.gov.in। Ministry of Home Affairs – Office of the Register General & Census Commissioner। পৃষ্ঠা 47। ১৬ মে ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১১
  2. "Haryana"Encyclopædia Britannica। Encyclopædia Britannica Online। ২০১১। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১১
  3. Khanna, C. L. (২০০৮)। Haryana General Knowledge। Delhi: Upkar Prakashan। পৃষ্ঠা 1011। আইএসবিএন 81-7482-383-2।
  4. "District-wise Population of Haryana" (DOC)censusindia.gov.in। Ministry of Home Affairs Office of the Register General & Census Commissioner। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.