হরিণমারী শিব মন্দির

হরিণমারী শিব মন্দির ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী হাটে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির। একটি প্রায় চারশ বছরেরও বেশি পুরাতন।[1]

হরিণমারী শিব মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাঠাকুরগাঁও জেলা
ঈশ্বরশিব
অবস্থান
অবস্থানহরিণমারী, বালিয়াডাঙ্গী উপজেলা
দেশবাংলাদেশ
হরিণমারী শিব মন্দির বাংলাদেশ-এ অবস্থিত
হরিণমারী শিব মন্দির
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক২৬.১৩৪৬১২° উত্তর ৮৮.২২৩৯৭৪° পূর্ব / 26.134612; 88.223974
বিনির্দেশ
দৈর্ঘ্য১৪ ফুট
প্রস্থ১৪ ফুট
উচ্চতা (সর্বোচ্চ)৩০ ফুট

বর্তমান অবস্থা

এই মন্দিরের ছাদ চারচালা পদ্ধতিতে নির্মিত। এটা বেশ খানিকটা বসে গেছে। মন্দিরটির বর্তমান উচ্চতা প্রায় ত্রিশ ফুট এবং আয়তন  ১৪ ×১৪ ফুট। দক্ষিণ দিকে একটি দরজা আছে। দরজায় পোড়ামাটির ফলকে লতাপাতার নকশার সাথে বিভিন্ন মূর্তির প্রতিকৃতি ছিল। বর্তমানে সেগুলো ভেঙ্গে গেছে। মন্দিরের পূর্বদিকে বেশ বড় একটি পুকুর আছে।[2] সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে হরিণমারী শিব মন্দিরের ছাদ ও অন্যান্য অংশ আজ ধ্বংসের পথে।

তথ্যসূত্র

  1. "বালিয়াডাঙ্গী উপজেলা"baliadangi.thakurgaon.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১
  2. "ঠাকুরগাঁও জেলা"www.thakurgaon.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.