হরিণমারী শিব মন্দির
হরিণমারী শিব মন্দির ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী হাটে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির। একটি প্রায় চারশ বছরেরও বেশি পুরাতন।[1]
হরিণমারী শিব মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | ঠাকুরগাঁও জেলা |
ঈশ্বর | শিব |
অবস্থান | |
অবস্থান | হরিণমারী, বালিয়াডাঙ্গী উপজেলা |
দেশ | বাংলাদেশ |
![]() ![]() বাংলাদেশে অবস্থান | |
স্থানাঙ্ক | ২৬.১৩৪৬১২° উত্তর ৮৮.২২৩৯৭৪° পূর্ব |
বিনির্দেশ | |
দৈর্ঘ্য | ১৪ ফুট |
প্রস্থ | ১৪ ফুট |
উচ্চতা (সর্বোচ্চ) | ৩০ ফুট |
বর্তমান অবস্থা
এই মন্দিরের ছাদ চারচালা পদ্ধতিতে নির্মিত। এটা বেশ খানিকটা বসে গেছে। মন্দিরটির বর্তমান উচ্চতা প্রায় ত্রিশ ফুট এবং আয়তন ১৪ ×১৪ ফুট। দক্ষিণ দিকে একটি দরজা আছে। দরজায় পোড়ামাটির ফলকে লতাপাতার নকশার সাথে বিভিন্ন মূর্তির প্রতিকৃতি ছিল। বর্তমানে সেগুলো ভেঙ্গে গেছে। মন্দিরের পূর্বদিকে বেশ বড় একটি পুকুর আছে।[2] সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে হরিণমারী শিব মন্দিরের ছাদ ও অন্যান্য অংশ আজ ধ্বংসের পথে।
তথ্যসূত্র
- "বালিয়াডাঙ্গী উপজেলা"। baliadangi.thakurgaon.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১।
- "ঠাকুরগাঁও জেলা"। www.thakurgaon.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.