হযরত

হযরত (Ḥaḍrah, আরবি: حضرة) হল সম্মানসূচক আরবি উপাধি। এর শাব্দিক অর্থ "উপস্থিত"। উচ্চ মর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত পশ্চিমা সম্মানসূচক উপাধি যেমন "Your Honour" (বিচারকদের জন্য), "His/Her Majesty" (রাজকীয় ব্যক্তির জন্য) বা "তার পবিত্রতা" (ধর্মীয় ব্যক্তির জন্য) নামক উপাধির সাথে এর মিল রয়েছে। তুর্কি ও বসনিয়ান ভাষায়ও এই শব্দটি রয়েছে। যদিও এটির শব্দিক অর্থ 'উপস্থিত' কিন্তু ভারতীয় উপমহাদেশে এই শব্দটি দ্বারা সম্মানিত,জনাব,মাননীয় ব্যক্তিবর্গকে বুঝানো হয়ে থাকে।

ব্যক্তির নামের সাথে হযরত ব্যবহারের উদাহরণ হল: হযরত মুহাম্মাদ, হযরত মুসা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী ইত্যাদি।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.