হবিগঞ্জ

হবিগঞ্জ (সিলেটি:ꠢꠛꠤꠉꠂꠘ꠆ꠎ) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি হবিগঞ্জ জেলা এবং হবিগঞ্জ সদর উপজেলার সদর। এটি হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। খোয়াই নদীর পাড়ে হবিগঞ্জ শহর অবস্থিত। হবিগঞ্জ শহরের সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর হলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিভাগীয় শহর সিলেট থেকে হবিগঞ্জ শহরের দূরত্ব ৭৪কি.মি.।[2] হবিগঞ্জ এর পূর্ব নাম ছিল হাবিবগঞ্জ। 

হবিগঞ্জ জেলা সদর
তরফ রাজ্য
ꠢꠛꠤꠉꠂꠘ꠆ꠎ
শহর
ডাকনাম: হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা সদর বাংলাদেশ-এ অবস্থিত
হবিগঞ্জ জেলা সদর
হবিগঞ্জ জেলা সদর
বাংলাদেশে হবিগঞ্জ শহরের অবস্থান
স্থানাঙ্ক:
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলাহবিগঞ্জ সদর উপজেলা
মহকুমা শহর১৮৭৮
পৌরশহর১৯৭২
জেলা শহর১৯৮৪
সরকার
  ধরনপৌরসভা
  শাসকহবিগঞ্জ পৌরসভা
  পৌরমেয়রআতাউর রহমান সেলিম[1]
আয়তন
  মোট৯.০৫ বর্গকিমি (৩.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৯৫,০০০
  জনঘনত্ব১০,০০০/বর্গকিমি (২৭,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

জনসংখ্যা

হবিগঞ্জ শহরের মোট জনসংখ্যা প্রায় ৯৫,০০০ জন।

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৩৮৪০০৫৫° উত্তর ৯১.৪১৬৮৯৭৪° পূর্ব / 24.3840055; 91.4168974[3]। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১২.৯২ মিটার[4]

প্রশাসন

১৯৭২ সালে হবিগঞ্জ শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে হবিগঞ্জ পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৭৩টি মহল্লায় বিভক্ত । ৯.০৫ বর্গ কি.মি. আয়তনের হবিগঞ্জ শহর এলাকাটি হবিগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[5]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

শিক্ষা ব্যবস্থা

হবিগঞ্জ শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬০ ভাগ। গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা:

  1. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
  2. শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ
  3. বৃন্দাবন সরকারি কলেজ
  4. হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ
  5. আলেয়া জাহির কলেজ

তথ্যসূত্র

  1. "হবিগঞ্জ পৌরসভার মেয়র"। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২
  2. "Distance from Habiganj to Khulna (Bangladesh)"। geodatos.net। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬
  3. "habiganj Latitude and Longitude"। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬
  4. "elevation for Habiganj, Bangladesh"। distancesto.com। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬
  5. "এক নজরে পৌরসভা"। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.