হন্ডুরাস জাতীয় ফুটবল দল

হন্ডুরাস জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Honduras, ইংরেজি: Honduras national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে হন্ডুরাসের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম হন্ডুরাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হন্ডুরাস ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[3] ১৯২১ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখে, হন্ডুরাস প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গুয়াতেমালার গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে হন্ডুরাস গুয়াতেমালার কাছে ১০–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

হন্ডুরাস
ডাকনামলস কাত্রাচোস
লা বিকলর
লা হ
অ্যাসোসিয়েশনহন্ডুরাস ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচফাবিয়ান কোইতো
অধিনায়কমায়নোর ফিগুয়েরোয়া
সর্বাধিক ম্যাচমায়নোর ফিগুয়েরোয়া (১৬৩)
শীর্ষ গোলদাতাকার্লোস পাবোন (৫৭)
মাঠঅলিম্পিক মহানগর স্টেডিয়াম
ফিফা কোডHON
ওয়েবসাইটfenafuth.org.hn
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৮২ ৪ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ২০ (সেপ্টেম্বর ২০০১)
সর্বনিম্ন১০১ (ডিসেম্বর ২০১৫)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৯৫ ৩৮ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ২০ (সেপ্টেম্বর ২০০১)
সর্বনিম্ন১০৪ (নভেম্বর ১৯৭১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 গুয়াতেমালা ১০–১ হন্ডুরাস 
(গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা; ১৪ সেপ্টেম্বর ১৯২১)
বৃহত্তম জয়
 হন্ডুরাস ১০–১ নিকারাগুয়া 
(স্যান হোসে, কোস্টা রিকা; ১৩ মার্চ ১৯৪৬)
বৃহত্তম পরাজয়
 গুয়াতেমালা ১০–১ হন্ডুরাস 
(গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা; ১৪ সেপ্টেম্বর ১৯২১)
বিশ্বকাপ
অংশগ্রহণ৩ (১৯৮২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৮২, ২০১০, ২০১৪)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ২০ (১৯৬৩-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮১)
কোপা আমেরিকা
অংশগ্রহণ১ (২০০১-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (২০০১)

৩৭,৩২৫ ধারণক্ষমতাবিশিষ্ট অলিম্পিক মহানগর স্টেডিয়ামে লস কাত্রাচোস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফাবিয়ান কোইতো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রক্ষণভাগের খেলোয়াড় মায়নোর ফিগুয়েরোয়া

হন্ডুরাস এপর্যন্ত ৩ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮২, ২০১০, ২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে হন্ডুরাস অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৮১) শিরোপা জয়লাভ করেছে।

মায়নোর ফিগুয়েরোয়া, আমাদো গুয়েবারা, নোয়েল বায়াদারেস, কার্লোস পাবোন এবং কার্লো কোস্তলির মতো খেলোয়াড়গণ হন্ডুরাসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে হন্ডুরাস তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (২০তম) অর্জন করে এবং ২০১৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১০১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে হন্ডুরাসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২০তম (যা তারা ২০০১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১০৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৮০  গিনি১২৯৩.২১
৮১  গ্যাবন১২৯০.৬৫
৮২  হন্ডুরাস১২৮৯.৪৭
৮৩  উজবেকিস্তান১২৮৬.৫৫
৮৪  বেনিন১২৮৪.১৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৯৩ ২২  গাম্বিয়া১৪৩৯
৯৪ ২৮  বিষুবীয় গিনি১৪৩৮
৯৫ ৩৮  হন্ডুরাস১৪৩৫
৯৬  উগান্ডা১৪৩৩
৯৭  কুর্দিস্তান অঞ্চল১৪২৪

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
১৯৩৪
১৯৩৮
১৯৫০প্রত্যাখ্যানপ্রত্যাখ্যান
১৯৫৪
১৯৫৮
১৯৬২উত্তীর্ণ হয়নি
১৯৬৬
১৯৭০১০
১৯৭৪১১১০
১৯৭৮প্রত্যাহারপ্রত্যাহার
১৯৮২গ্রুপ পর্ব১৮তম১৩২৩
১৯৮৬উত্তীর্ণ হয়নি১০১৫
১৯৯০
১৯৯৪১৪২৩২০
১৯৯৮১৮১১
২০০২২২১৪৫৬২৫
২০০৬১৫
২০১০গ্রুপ পর্ব৩০তম১৮১০৩২১৮
২০১৪গ্রুপ পর্ব৩১তম১৬২৫১৫
২০১৮উত্তীর্ণ হয়নি১৮২০২৮
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব৩/২১১৪১৫০৬৯৪০৪১২৫৫১৭৬

অর্জন

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  3. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.