হকি ইন্ডিয়া লিগ
হকি ইন্ডিয়া লিগ (ইংরেজি: Hockey India League) বা সংক্ষেপে এইচআইএল (HIL) বা স্পনসরজনিত কারণে কোল ইন্ডিয়া হকি ইন্ডিয়া লিগ হল ভারতের হকি ইন্ডিয়া পরিচালিত একটি ফ্র্যাঞ্চাইজ শহরভিত্তিক ফিল্ড হকি প্রতিযোগিতা।[1][2][3] প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয় ও তিনবার রাউন্ড-রবিন পর্ব খেলে প্রথম চার দল সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় ও ফাইনালের মাধ্যমে বিজয়ী দল নির্বাচন করা হয়।[4]
প্রতিষ্ঠাকাল | ২০১৩ |
---|---|
উদ্বোধনী মৌসুম | ২০১৩ |
দলের সংখ্যা | ৬ |
দেশ(সমূহ) | ভারত |
বর্তমান চ্যাম্পিয়ন | কলিঙ্গ ল্যান্সার্স |
সর্বোচ্চ শিরোপা | ৫টি দল
|
অফিসিয়াল ওয়েবসাইট | league |
এটি হকি ইন্ডিয়ার একটি ঐকান্তিক প্রচেষ্টা, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) কর্তৃক চিহ্নিত একটি দেশীয় হকি লিগের প্রতিষ্ঠা ও প্রচার করা। এর পূর্বে ওয়ার্ল্ড সিরিজ হকি নামে একটি প্রতিযোগিতা ভারতে চললেও তা এফআইএইচ কর্তৃক স্বীকৃত ছিল না।[5] ২০১৩, অর্থাৎ উদ্বোধনী মরসুমে ৫টি দল অংশ নিয়েছিল।[6]
দল
মুম্বই দিল্লি পাঞ্জাব উত্তর প্রদেশ কলিঙ্গ রাঁচি |
---|
দল | শহর | স্টেডিয়াম | ধারণক্ষমতা | প্রথম অংশগ্রহণ | প্রধান কোচ |
---|---|---|---|---|---|
দাবাং মুম্বই | মুম্বই, মহারাষ্ট্র | মহিন্দ্রা হকি স্টেডিয়াম | ৮,২৫০ | ২০১৫ | জে স্টেসি |
দিল্লি ওয়েভরাইডার্স | দিল্লি | শিবাজী হকি স্টেডিয়াম | ৭,০০০ | ২০১৩ | সেড্রিক ডি'সুজা |
কলিঙ্গ ল্যান্সার্স | ভুবনেশ্বর, ওড়িশা | কলিঙ্গ স্টেডিয়াম | ১৬,০০০ | ২০১৪ | মার্ক হ্যাগার |
পাঞ্জাব ওয়ারিয়র্স | চণ্ডীগড় | সেক্টর ৪২ স্টেডিয়াম | ৩০,০০০ | ২০১৩ | ব্যারি ড্যান্সার |
রাঁচি রেস | রাঁচি, ঝাড়খণ্ড | বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম | ৫,০০০ | ২০১৫ | হরেন্দ্র সিং |
উত্তর প্রদেশ উইজার্ডস | লখনউ, উত্তর প্রদেশ | ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম | ১০,০০০ | ২০১৩ | রজার ভ্যান জেন্ট |
বাতিল দল | |||||
---|---|---|---|---|---|
দল | শহর | স্টেডিয়াম | বছর | ||
মুম্বই ম্যাজিসিয়ান্স | মুম্বই, মহারাষ্ট্র | মহিন্দ্রা হকি স্টেডিয়াম | ২০১৩–২০১৪ | ||
রাঁচি রাইনোস | রাঁচি, ঝাড়খণ্ড | বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম | ২০১৩–২০১৪ |
ফলাফল
বছর | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | ফাইনাল খেলার মাঠ | দলসংখ্যা | সেরা খেলোয়াড় |
---|---|---|---|---|---|---|
২০১৩ | রাঁচি রাইনোস | ২–১ | দিল্লি ওয়েভরাইডার্স | বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম | ৫ | সর্দার সিং (দিল্লি ওয়েভরাইডার্স) |
২০১৪ | দিল্লি ওয়েভরাইডার্স | ৩–৩ (৩–১ পে.) | পাঞ্জাব ওয়ারিয়র্স | বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম | ৬ | জাপ স্টকম্যান (পাঞ্জাব ওয়ারিয়র্স) |
২০১৫ | রাঁচি রেস | ২–২ (৩–২ পে.) | পাঞ্জাব ওয়ারিয়র্স | ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম | অ্যাশলে জ্যাকসন (রাঁচি রেস) | |
২০১৬ | পাঞ্জাব ওয়ারিয়র্স | ৬–১ | কলিঙ্গ ল্যান্সার্স | বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম | রুপিন্দর পাল সিং (দিল্লি ওয়েভরাইডার্স) | |
২০১৭ | কলিঙ্গ ল্যান্সার্স | ৪–১ | দাবাং মুম্বই | সেক্টর ৪২ স্টেডিয়াম | ফ্লোরিয়ান ফুচস (দাবাং মুম্বই) | |
২০২৩ | অনির্ধারিত |
স্পনসর
সময় | স্পনসর | নাম |
---|---|---|
২০১৩–১৫ | হিরো | হিরো হকি ইন্ডিয়া লিগ |
২০১৭–বর্তমান | কোল ইন্ডিয়া | কোল ইন্ডিয়া হকি ইন্ডিয়া লিগ |
পুরস্কার মূল্য
বিজয়ী দলকে ভারতীয় মুদ্রায় ৩ কোটি টাকা ও রানার্স-আপ দলকে ভারতীয় মুদ্রায় ১.৫ কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।
আরও দেখুন
- ওয়ার্ল্ড সিরিজ হকি
- প্রিমিয়ার হকি লিগ
- ভারতে ফিল্ড হকি
তথ্যসূত্র
- "Hockey India League 2016: Let the Games begin!"। Asia Hockey। ১৮ জানুয়ারি ২০১৬। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬।
- "ISL offers Rs 15 crore in prize money"। Times of India। ১৭ আগস্ট ২০১৪। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬।
- "Hockey India League: Mumbai beat Uttar Pradesh to keep semifinal hopes alive"। IBN Live। ১৬ ফেব্রুয়ারি ২০১৬। ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬।
- "Hockey India League 2016: Everything you want to know"। IBN Live। ১৬ জানুয়ারি ২০১৬। ২৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬।
- "HOCKEY INDIA LEAGUE TO BE HELD FROM JANUARY 1, 2013"। DNA India। ১ জুন ২০১২। ২৮ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬।
- Sahota, Baldev (১৩ জানুয়ারি ২০১৩)। "Hero Hockey India League 2013"। DESI Blitz। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬।