হকি ইন্ডিয়া লিগ

হকি ইন্ডিয়া লিগ (ইংরেজি: Hockey India League) বা সংক্ষেপে এইচআইএল (HIL) বা স্পনসরজনিত কারণে কোল ইন্ডিয়া হকি ইন্ডিয়া লিগ হল ভারতের হকি ইন্ডিয়া পরিচালিত একটি ফ্র্যাঞ্চাইজ শহরভিত্তিক ফিল্ড হকি প্রতিযোগিতা।[1][2][3] প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয় ও তিনবার রাউন্ড-রবিন পর্ব খেলে প্রথম চার দল সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় ও ফাইনালের মাধ্যমে বিজয়ী দল নির্বাচন করা হয়।[4]

হকি ইন্ডিয়া লিগ
প্রতিষ্ঠাকাল২০১৩ (2013)
উদ্বোধনী মৌসুম২০১৩
দলের সংখ্যা
দেশ(সমূহ) ভারত
বর্তমান চ্যাম্পিয়নকলিঙ্গ ল্যান্সার্স
সর্বোচ্চ শিরোপা
৫টি দল
  • রাঁচি রাইনোস
  • দিল্লি ওয়েভরাইডার্স
  • রাঁচি রেস
  • পাঞ্জাব ওয়ারিয়র্স
  • কলিঙ্গ ল্যান্সার্স
(প্রত্যেকে ১টি করে)
অফিসিয়াল ওয়েবসাইটleague.hockeyindia.org

এটি হকি ইন্ডিয়ার একটি ঐকান্তিক প্রচেষ্টা, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) কর্তৃক চিহ্নিত একটি দেশীয় হকি লিগের প্রতিষ্ঠা ও প্রচার করা। এর পূর্বে ওয়ার্ল্ড সিরিজ হকি নামে একটি প্রতিযোগিতা ভারতে চললেও তা এফআইএইচ কর্তৃক স্বীকৃত ছিল না।[5] ২০১৩, অর্থাৎ উদ্বোধনী মরসুমে ৫টি দল অংশ নিয়েছিল।[6]

দল

হকি ইন্ডিয়া লিগ ভারত-এ অবস্থিত
মুম্বই
মুম্বই
দিল্লি
দিল্লি
পাঞ্জাব
পাঞ্জাব
উত্তর প্রদেশ
উত্তর প্রদেশ
কলিঙ্গ
কলিঙ্গ
রাঁচি
রাঁচি
দলসমূহের অবস্থান
দল শহর স্টেডিয়াম ধারণক্ষমতা প্রথম অংশগ্রহণ প্রধান কোচ
দাবাং মুম্বই মুম্বই, মহারাষ্ট্র মহিন্দ্রা হকি স্টেডিয়াম ৮,২৫০ ২০১৫ অস্ট্রেলিয়া জে স্টেসি
দিল্লি ওয়েভরাইডার্স দিল্লি শিবাজী হকি স্টেডিয়াম ৭,০০০ ২০১৩ ভারত সেড্রিক ডি'সুজা
কলিঙ্গ ল্যান্সার্স ভুবনেশ্বর, ওড়িশা কলিঙ্গ স্টেডিয়াম ১৬,০০০ ২০১৪ অস্ট্রেলিয়া মার্ক হ্যাগার
পাঞ্জাব ওয়ারিয়র্স চণ্ডীগড় সেক্টর ৪২ স্টেডিয়াম ৩০,০০০ ২০১৩ অস্ট্রেলিয়া ব্যারি ড্যান্সার
রাঁচি রেস রাঁচি, ঝাড়খণ্ড বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ৫,০০০ ২০১৫ ভারত হরেন্দ্র সিং
উত্তর প্রদেশ উইজার্ডস লখনউ, উত্তর প্রদেশ ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম ১০,০০০ ২০১৩ নেদারল্যান্ডস রজার ভ্যান জেন্ট
বাতিল দল
দল শহর স্টেডিয়াম বছর
মুম্বই ম্যাজিসিয়ান্স মুম্বই, মহারাষ্ট্র মহিন্দ্রা হকি স্টেডিয়াম ২০১৩–২০১৪
রাঁচি রাইনোস রাঁচি, ঝাড়খণ্ড বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ২০১৩–২০১৪

ফলাফল

বছর বিজয়ী ফলাফল রানার্স-আপ ফাইনাল খেলার মাঠ দলসংখ্যা সেরা খেলোয়াড়
২০১৩রাঁচি রাইনোস২–১দিল্লি ওয়েভরাইডার্সবিরসা মুন্ডা হকি স্টেডিয়ামসর্দার সিং
(দিল্লি ওয়েভরাইডার্স)
২০১৪দিল্লি ওয়েভরাইডার্স৩–৩
(৩–১ পে.)
পাঞ্জাব ওয়ারিয়র্সবিরসা মুন্ডা হকি স্টেডিয়াম জাপ স্টকম্যান
(পাঞ্জাব ওয়ারিয়র্স)
২০১৫রাঁচি রেস২–২
(৩–২ পে.)
পাঞ্জাব ওয়ারিয়র্সধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম অ্যাশলে জ্যাকসন
(রাঁচি রেস)
২০১৬পাঞ্জাব ওয়ারিয়র্স৬–১কলিঙ্গ ল্যান্সার্সবিরসা মুন্ডা হকি স্টেডিয়াম রুপিন্দর পাল সিং
(দিল্লি ওয়েভরাইডার্স)
২০১৭কলিঙ্গ ল্যান্সার্স৪–১দাবাং মুম্বইসেক্টর ৪২ স্টেডিয়ামফ্লোরিয়ান ফুচস
(দাবাং মুম্বই)
২০২৩ অনির্ধারিত

রেকর্ড

সর্বোচ্চ গড় গোল/ম্যাচ সর্বোচ্চ গড় সেভ/লক্ষ্যে শট
অস্ট্রেলিয়া গ্লেন টার্নার ভারত পি. আর. শ্রীজেশ

স্পনসর

সময় স্পনসর নাম
২০১৩–১৫ ভারত হিরো হিরো হকি ইন্ডিয়া লিগ
২০১৭–বর্তমান ভারত কোল ইন্ডিয়া কোল ইন্ডিয়া হকি ইন্ডিয়া লিগ

পুরস্কার মূল্য

বিজয়ী দলকে ভারতীয় মুদ্রায় ৩ কোটি টাকা ও রানার্স-আপ দলকে ভারতীয় মুদ্রায় ১.৫ কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।

আরও দেখুন

  • ওয়ার্ল্ড সিরিজ হকি
  • প্রিমিয়ার হকি লিগ
  • ভারতে ফিল্ড হকি

তথ্যসূত্র

  1. "Hockey India League 2016: Let the Games begin!"Asia Hockey। ১৮ জানুয়ারি ২০১৬। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬
  2. "ISL offers Rs 15 crore in prize money"Times of India। ১৭ আগস্ট ২০১৪। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬
  3. "Hockey India League: Mumbai beat Uttar Pradesh to keep semifinal hopes alive"IBN Live। ১৬ ফেব্রুয়ারি ২০১৬। ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬
  4. "Hockey India League 2016: Everything you want to know"IBN Live। ১৬ জানুয়ারি ২০১৬। ২৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬
  5. "HOCKEY INDIA LEAGUE TO BE HELD FROM JANUARY 1, 2013"DNA India। ১ জুন ২০১২। ২৮ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬
  6. Sahota, Baldev (১৩ জানুয়ারি ২০১৩)। "Hero Hockey India League 2013"DESI Blitz। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.