হওজা

হওজা (আরবি: حوزة) বা হ়ওজ়াহ ʿইলমিয়াহ (আরবি: حوزة علمیة) হল শিয়া মুসলিম শিক্ষালয় যেখানে দ্বাদশী ধর্মগুরুরা শিক্ষালাভ করেন।[1]

অসংখ্য গ্রান্ড আয়াতুল্লাহর সমন্বয়ে একটি হওজা গঠিত হয়। ইরাকের নাজাফ এবং ইরানের কোম শহরের হওজাদ্বয় শিয়া ইসলামের প্রসিদ্ধ দুটি শিক্ষাকেন্দ্র। তবে বিশ্বের বিভিন্ন শহরে আরও অনেক হওজা রয়েছে, যেমন: কারবালা, ইসফাহান, মাশহাদ, বৈরুত, লাহোর, লখনৌ, উত্তর আমেরিকা, ইউরোপ ইত্যাদি।[2]

তথ্যসূত্র

  1. "Hawza - Advanced Islamic Studies"। Ahlul Bayt Digital Islamic Library Project। ৮ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. Frequently Asked Questions (FAQ) on Hawza Studies ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ এপ্রিল ২০১০ তারিখে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.