সৎপুর হল্ট রেলওয়ে স্টেশন

সৎপুর হল্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। আনুমানিক ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিমি দীর্ঘ সিলেটছাতক বাজার রেলপথের অন্যতম স্টেশন এটি।[2][3] জনবল সংকটের কারনে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়।[2]

সৎপুর হল্ট রেলওয়ে স্টেশন
অবস্থানলামাকাজী ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলা, সিলেট জেলা
সিলেট বিভাগ
 বাংলাদেশ
উচ্চতা১৩ মিটার[1]
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতঢাকা রেলওয়ে বিভাগ[1]
লাইনআখাউড়া-কুলাউড়া-ছাতক রেলপথ
দূরত্ব
অন্য তথ্য
অবস্থাবন্ধ
স্টেশন কোডSATP[1]

তথ্যসূত্র

  1. "Satpur Halt Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭
  2. "সিলেট-বিশ্বনাথ-ছাতক রেলওয়ের তিন স্টেশন পরিত্যক্ত"দৈনিক ইত্তেফাক। ২০১৮-০৭-০৪। ২০১৮-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৬
  3. "ছাতক রেলস্ট্রেশনে যাত্রী সাধারনের চরম ভোগান্তি"একুশে টেলিভিশন। ২০২০-০২-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.