স্লোভেনিয়া জাতীয় ফুটবল দল
স্লোভেনিয়া জাতীয় ফুটবল দল (স্লোভেনীয়: Slovenska nogometna reprezentanca, ইংরেজি: Slovenia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে স্লোভেনিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম স্লোভেনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ৩রা জুন তারিখে, স্লোভেনিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; এস্তোনিয়ার তাল্লিনে অনুষ্ঠিত স্লোভেনিয়া এবং এস্তোনিয়ার মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।
ডাকনাম | জমায়ৎসেকি | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | মাতিয়াজ কেক | ||
অধিনায়ক | ইয়ান অবলাক | ||
সর্বাধিক ম্যাচ | বোশতিয়ান সেসার (১০১)[1] | ||
শীর্ষ গোলদাতা | জলাৎকো জাহোভিচ (৩৫)[1] | ||
মাঠ | স্তোজিৎসে স্টেডিয়াম | ||
ফিফা কোড | SVN | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৬৫ ১ (৩১ মার্চ ২০২২)[2] | ||
সর্বোচ্চ | ১৫ (অক্টোবর–নভেম্বর ২০১০) | ||
সর্বনিম্ন | ১৩৪ (ডিসেম্বর ১৯৯৩) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৫৮ ৫ (৩০ এপ্রিল ২০২২)[3] | ||
সর্বোচ্চ | ২৮ (নভেম্বর ২০০১) | ||
সর্বনিম্ন | ৮৭ (নভেম্বর ১৯৯৩) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
এস্তোনিয়া ১–১ স্লোভেনিয়া (তাল্লিন, এস্তোনিয়া; ৩ জুন ১৯৯২) | |||
বৃহত্তম জয় | |||
ওমান ০–৭ স্লোভেনিয়া (মাস্কাট, ওমান; ৮ ফেব্রুয়ারি ১৯৯৯) | |||
বৃহত্তম পরাজয় | |||
ফ্রান্স ৫–০ স্লোভেনিয়া (সাঁ-দ্যনি, ফ্রান্স; ১২ অক্টোবর ২০০২) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ২ (২০০২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০২, ২০১০) | ||
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ১ (২০০০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০০) |
১৬,০৩৮ ধারণক্ষমতাবিশিষ্ট স্তোজিৎসে স্টেডিয়ামে জমায়ৎসেকি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় স্লোভেনিয়ার প্রেদোসলিয়েে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাতিয়াজ কেক এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান অবলাক।
স্লোভেনিয়া এপর্যন্ত ২ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০২ এবং ২০১০ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্লোভেনিয়া এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০০ ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।
বোশতিয়ান সেসার, বোয়ান ইয়োকিচ, ভালতের বিরসা, মিলিভোয়ে নোভাকোভিচ এবং জলাৎকো জাহোভিচের মতো খেলোয়াড়গণ স্লোভেনিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১০ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে স্লোভেনিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫তম) অর্জন করে এবং ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৩৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে স্লোভেনিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২৮তম (যা তারা ২০০১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৬৩ | ৩ | আইসল্যান্ড | ১৩৮০.৮৫ |
৬৪ | ২ | জ্যামাইকা | ১৩৭৮.৭৫ |
৬৫ | ১ | স্লোভেনিয়া | ১৩৭৮.২৩ |
৬৬ | ১ | আলবেনিয়া | ১৩৭১.৮৬ |
৬৭ | ১ | গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | ১৩৬৫.০৭ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৫৬ | ১৬ | ক্যামেরুন | ১৬৩১ |
৫৭ | ১৭ | পানামা | ১৬২৯ |
৫৮ | ৫ | স্লোভেনিয়া | ১৬২৬ |
৫৮ | ৩ | ইসরায়েল | ১৬২৬ |
৬০ | ১৫ | তিউনিসিয়া | ১৬১২ |
প্রতিযোগিতামূলক তথ্য
ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | যুগোস্লাভিয়ার অংশ ছিল | যুগোস্লাভিয়ার অংশ ছিল | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৯৮ | উত্তীর্ণ হয়নি | ৮ | ০ | ১ | ৭ | ৫ | ২০ | ||||||||
২০০২ | গ্রুপ পর্ব | ৩০তম | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৭ | ১২ | ৬ | ৬ | ০ | ২০ | ১১ | |
২০০৬ | উত্তীর্ণ হয়নি | ১০ | ৩ | ৩ | ৪ | ১০ | ১৩ | ||||||||
২০১০ | গ্রুপ পর্ব | ১৮তম | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৩ | ১২ | ৭ | ২ | ৩ | ২০ | ৬ | |
২০১৪ | উত্তীর্ণ হয়নি | ১০ | ৫ | ০ | ৫ | ১৪ | ১১ | ||||||||
২০১৮ | ১০ | ৪ | ৩ | ৩ | ১২ | ৭ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | গ্রুপ পর্ব | ২/৭ | ৬ | ১ | ১ | ৪ | ৫ | ১০ | ৬২ | ২৫ | ১৫ | ২২ | ৮১ | ৬৮ |
অর্জন
তথ্যসূত্র
- "Statistika" [Statistics] (Slovenian ভাষায়)। Football Association of Slovenia। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৬।
- "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- "Carlsberg Cup 2002"। The Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- "Cyprus International Tournaments"। The Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- "Oman International Tournament 1999"। The Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- "Oman International Tournament 2000"। The Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- "Malta (Rothmans) International Tournament"। The Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- "Rothmans Tournament 1996 (Malta)"। The Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (স্লোভেনীয়) (ইংরেজি)
- ফিফা-এ স্লোভেনিয়া জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মে ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ স্লোভেনিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি)