স্যামুয়েল ইতো

স্যামুয়েল ইতো ফিস (ফরাসি: Samuel Eto'o Fils, ফরাসি উচ্চারণ: [samɥɛl eto fis], জন্ম ৩ মার্চ ১৯৮১) একজন ক্যামেরুনীয় ফুটবলার, যিনি বর্তমানে স্ট্রাইকার হিসেবে খেলেন। ইতো তার শৈশব কাটান কাদজি স্পোর্টস অ্যাকাডেমিতে।[3]

স্যামুয়েল ইতো
২০০৯ সালে ইন্টার মিলানে ইতো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম স্যামুয়েল ইতো ফিস
জন্ম (1981-03-10) ১০ মার্চ ১৯৮১
জন্ম স্থান ডুয়ালা, ক্যামেরুন[1]
উচ্চতা ১.৮০ মি (৫ ফু ১১ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান স্ট্রাইকার
যুব পর্যায়
১৯৯২–১৯৯৭ কাদজি স্পোর্টস একাডেমী
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৭–২০০০ রিয়াল মাদ্রিদ (০)
১৯৯৭–১৯৯৮ → লিগানেস (ধার) ৩০ (৪)
১৯৯৯এস্পানিওল (ধার) (০)
২০০০আরসিদি মায়োর্কা (ধার) ১৯ (৬)
২০০০–২০০৪ মায়োর্কা ১২০ (৪৮)
2004–2009 বার্সেলোনা ১৪৫ (১০৮)
২০০৯–২০১১ ইন্তারনাজিওনালে ৬৭ (৩৩)
২০১১–২০১৩ আনঝি মাকাচকালা ৫৩ (২৫)
২০১৩-১৪ চেলসি ২১ (৯)
জাতীয় দল
২০০০ ক্যামেরুন অনূর্ধ্ব ২৩ (১)
১৯৯৭– ক্যামেরুন ১১৭ (৫৬)
অর্জন ও সম্মাননা
 ক্যামেরুন-এর প্রতিনিধিত্বকারী
Men's Football
স্বর্ণ পদক - প্রথম স্থান 2000 Sydney Team Competition
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯ এপ্রিল ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১ জুন ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

  1. "Samuel Eto'o Fils"। FC Internazionale Milano। ৩১ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৩
  2. "Samuel Eto'o Fils"। FC Barcelona। ৩ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৩
  3. "In Cameroon, Samuel Eto'o Reigns as Uncrowned King – Photo Essays"টাইম। ২ জুন ২০১৪। ৮ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.