স্যান হোসে, কোস্টা রিকা

স্যান হোসে (ইংরেজি: San José) হচ্ছে লাতিন আমেরিকার দেশ কোস্টা রিকার রাজধানী ও সবচেয়ে বড় শহর। কোস্টা রিকার সেন্ট্রাল ভ্যালি অঞ্চলে অবস্থিত এই শহরটি দেশটির সংসদের একটি আসন। তাছাড়া বিভিন্ন প্রকার রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সেই সাথে এটি মধ্য আমেরিকার যোগাযোগের একটি অন্যতম অংশ।

স্যান হোসে
San José
স্যান হোসে শহর

পতাকা

সীলমোহর
ডাকনাম: চেপে
স্যান হোসে
স্থানাঙ্ক: ৯°৫৬′ উত্তর ৮৪°৫′ পশ্চিম
দেশকোস্টা রিকা
প্রদেশস্যান হোসে প্রদেশ
ক্যান্টনস্যান হোসে ক্যান্টন
প্রতিষ্ঠাকাল১৭৩৮
রাজধানী হয়েছে১৬ মে, ১৮২৩
সরকার
  ধরনডেমোক্রেটিক রিপাবলিকা
  মেয়রমৌরিন ক্লার্ক ক্লার্ক (ন্যাশনাল লিবারেশন পার্টি (পিএলএন)
আয়তন
  শহর৪৪.৬২ বর্গকিমি (১৭.২৩ বর্গমাইল)
উচ্চতা১,১৬১ মিটার (৩,৮০৯ ফুট)
জনসংখ্যা (ডিসেম্বর ২০০৭)
  শহর৩,৫০,৫৩৫(২)
  মহানগর১৬,১১,৬১৬ (২)
  DemonymJosefino/a
সময় অঞ্চলউত্তর আমেরিকা কেন্দ্রীয় সময় অঞ্চল (ইউটিসি-৬)
পোস্টাল কোড১০১০১
এলাকা কোড+৫০৬
মাউসূ (২০০৭/২০০৮)০.৮৪৬ – উচ্চ
ওয়েবসাইটwww.msj.go.cr
স্যান জোস স্কাইলাইন

১৭৩৮ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে স্যান হোসে লাতিন আমেরিকার ক্ষুদ্রতম রাজধানী শহর হিসেবে পরিতি। যদিও ১৮২৩ সাল পর্যন্ত এটি রাজধানী রূপে পরিচিত ছিলো না।[1] বর্তমানে এটি একটি আধুনিক শহর। কর্মচঞ্চল বাণিজ্যিক কর্মকাণ্ড, আধুনিক ও উন্নত শিল্পকলা ও অবকাঠামো নিয়ে গঠিত এই শহরটি বিভিন্ন চিত্র এটির উন্নত পর্যটন শিল্পে কথা মনে করিয়ে দিচ্ছে। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক ও ভ্রমণপিপাসুদের কাছে তাই দেশটি খুবই জনপ্রিয়।[2]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.