স্যান হোসে, কোস্টা রিকা
স্যান হোসে (ইংরেজি: San José) হচ্ছে লাতিন আমেরিকার দেশ কোস্টা রিকার রাজধানী ও সবচেয়ে বড় শহর। কোস্টা রিকার সেন্ট্রাল ভ্যালি অঞ্চলে অবস্থিত এই শহরটি দেশটির সংসদের একটি আসন। তাছাড়া বিভিন্ন প্রকার রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সেই সাথে এটি মধ্য আমেরিকার যোগাযোগের একটি অন্যতম অংশ।
স্যান হোসে San José | |
---|---|
পতাকা সীলমোহর | |
ডাকনাম: চেপে | |
স্যান হোসে | |
স্থানাঙ্ক: ৯°৫৬′ উত্তর ৮৪°৫′ পশ্চিম | |
দেশ | কোস্টা রিকা |
প্রদেশ | স্যান হোসে প্রদেশ |
ক্যান্টন | স্যান হোসে ক্যান্টন |
প্রতিষ্ঠাকাল | ১৭৩৮ |
রাজধানী হয়েছে | ১৬ মে, ১৮২৩ |
সরকার | |
• ধরন | ডেমোক্রেটিক রিপাবলিকা |
• মেয়র | মৌরিন ক্লার্ক ক্লার্ক (ন্যাশনাল লিবারেশন পার্টি (পিএলএন) |
আয়তন | |
• শহর | ৪৪.৬২ বর্গকিমি (১৭.২৩ বর্গমাইল) |
উচ্চতা | ১,১৬১ মিটার (৩,৮০৯ ফুট) |
জনসংখ্যা (ডিসেম্বর ২০০৭) | |
• শহর | ৩,৫০,৫৩৫(২) |
• মহানগর | ১৬,১১,৬১৬ (২) |
• Demonym | Josefino/a |
সময় অঞ্চল | উত্তর আমেরিকা কেন্দ্রীয় সময় অঞ্চল (ইউটিসি-৬) |
পোস্টাল কোড | ১০১০১ |
এলাকা কোড | +৫০৬ |
মাউসূ (২০০৭/২০০৮) | ০.৮৪৬ – উচ্চ |
ওয়েবসাইট | www.msj.go.cr |
১৭৩৮ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে স্যান হোসে লাতিন আমেরিকার ক্ষুদ্রতম রাজধানী শহর হিসেবে পরিতি। যদিও ১৮২৩ সাল পর্যন্ত এটি রাজধানী রূপে পরিচিত ছিলো না।[1] বর্তমানে এটি একটি আধুনিক শহর। কর্মচঞ্চল বাণিজ্যিক কর্মকাণ্ড, আধুনিক ও উন্নত শিল্পকলা ও অবকাঠামো নিয়ে গঠিত এই শহরটি বিভিন্ন চিত্র এটির উন্নত পর্যটন শিল্পে কথা মনে করিয়ে দিচ্ছে। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক ও ভ্রমণপিপাসুদের কাছে তাই দেশটি খুবই জনপ্রিয়।[2]
তথ্যসূত্র
- History of San José, Costa Rica ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১২ তারিখে, by Spanish Abroad, Inc. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ আগস্ট ২০০৭ তারিখে
- Infoplease. San José, Costa Rica
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.