স্মার্ট কার্ড
স্মার্ট কার্ড হল কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশে (যেমন মোবাইল ফোন) নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত কার্ড আকৃতির জিনিস, যার মধ্যে সমন্বিত বর্তনী বা Integrated circuit রয়েছে। স্মার্ট কার্ড মূলত দুই প্রকার - মেমরি কার্ড, যার মধ্যে নিরাপত্তাসূচক বর্তনী যুক্ত মেমরি বা স্মৃতিভাণ্ডার থাকে, এবং মাইক্রোপ্রসেসর কার্ড, যার মধ্যে মেমরি ছাড়াও মাইক্রোপ্রসেসর থাকে।
মোবাইল ফোন এ ব্যবহৃত সিম কার্ড হল স্মার্ট কার্ডের উদাহরণ।
স্মৃতিভাণ্ডার
স্মার্ট কার্ডের স্মৃতিভাণ্ডার বা মেমোরিকে(Computer memory ) ৩ ভাগে ভাগ করা যায়।
- ROM বা রিড ওনলি মেমরি বা শুধু পঠনযোগ্য স্মৃতিভাণ্ডার (Computer memory) - যা থেকে শুধু তথ্য পড়া যায়, কিন্তু অপসারণ বা পরিবর্তন করা যায় না।
- PROM বা প্রোগ্রামেবল রিড ওনলি মেমরি - এটা ROM এর মতই, তবে পার্থক্য হল এখানে বিশেষ পদ্ধতিতে তথ্য লেখা সম্ভব।
- RAM বা র্যান্ডম অ্যাক্সেস মেমরি - যাতে তথ্য লেখা ও পড়া- দুটিই করা সম্ভব।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.