স্বোপার্জিত স্বাধীনতা

স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর শামীম শিকদারের নির্মিত একটি ভাস্কর্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।[1]

স্বোপার্জিত স্বাধীনতা
স্বোপার্জিত স্বাধীনতা
শিল্পীশামীম শিকদার
সমাপ্তির তারিখ২৫ মার্চ, ১৯৮৮
ধরনভাস্কর্য
বিষয়বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
অবস্থানঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩.৭৩২৩° উত্তর ৯০.৩৯৫১° পূর্ব / 23.7323; 90.3951

ভাস্কর্যের বিবরণ

এই ভাস্কর্যের পুরো গাজুড়ে রয়েছে একাত্তরে পাকিস্তানি হানাদারদের অত্যাচারের একটি খণ্ড চিত্র। চৌকো বেদির ওপর মূল ভাস্কর্য স্থাপন করা হয়েছে। উপরে বামে আছে মুক্তিযোদ্ধা কৃষক আর ডানে অস্ত্র হাতে দুই বীর মুক্তিযোদ্ধা। মাঝখানে অস্ত্র হাতে নারী ও পুরুষ যোদ্ধারা উড়িয়েছে বিজয় নিশান। কিন্তু পতাকা ওড়ানোর জন্য বাঙালি যে রক্ত দিয়েছে, সয়েছে নির্যাতন, তার কটি খণ্ডচিত্র বেদির চারপাশে চিত্রায়িত। এ ভাস্কর্য বেদির বাম পাশে আছে ছাত্র-জনতার ওপর অত্যাচারের নির্মম চেহারা। ১৯৮৮ সালের ২৫ মার্চ এ ভাস্কর্য গড়া শেষ হয়।

তথ্যসূত্র

  1. সালাম, আবদুস। "ঢাবি ক্যাম্পাসে স্বাধীনতার স্মারক"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.