স্বর্ণলতা (গায়িকা)
স্বর্ণলতা (২৯ এপ্রিল ১৯৭৩ - ১২ সেপ্টেম্বর ২০১০) ছিলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। ২২ বছরের কর্মজীবনে তিনি ভারতীয় বিভিন্ন ভাষায়, তথা তামিল, মালয়ালম, তেলুগু, কন্নড়, হিন্দি, উর্দু, বাংলা, ওড়িয়া, পাঞ্জাবি ও বাগাড়া ভাষায় ছয় হাজারের অধিক গান গেয়েছেন।[2]
স্বর্ণলতা | |
---|---|
প্রাথমিক তথ্য | |
আরও যে নামে পরিচিত | ভারতের গুঞ্জন রানী[1] |
জন্ম | চিত্তুর, পালক্কাড়, কেরালা, ভারত | ২৯ এপ্রিল ১৯৭৩
মৃত্যু | ১২ সেপ্টেম্বর ২০১০ ৩৭) চেন্নাই, তামিলনাড়ু, ভারত | (বয়স
ধরন | নেপথ্য সঙ্গীত, কর্ণাটকীয় সঙ্গীত |
পেশা | নেপথ্য সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | কণ্ঠ, হারমোনিয়াম, কিবোর্ড |
কার্যকাল | ১৯৮৭-২০১০ |
তিনি করুত্তম্মা (১৯৯৪) চলচ্চিত্রের "পোরালে পোন্নুতায়ি" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[3] গানটির সুর করেছেন এ আর রহমান, যার সুরে তিনি অসংখ্য স্মরণীয় গান রেকর্ড করেছেন। তিনি রহমানের সুরে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রথম নারী নেপথ্য সঙ্গীতশিল্পী। এছাড়া তিনি তিনবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।[4] তার ভিন্নধর্মী কণ্ঠ তাকে নেপথ্য সঙ্গীতে খ্যাতি পেতে সহায়তা করে। [5]
প্রারম্ভিক জীবন
স্বর্ণলতা ১৯৭৩ সালের ২৯শে এপ্রিল কেরল রাজ্যের পালক্কাড় জেলার চিত্তুরে জন্মগ্রহণ করেন।[1][6] তার পিতা কে. সি. চেরুকুট্টি ও মাতা কল্যাণী। তার পিতা একজন হারমোনিয়াম বাদক ও সঙ্গীতশিল্পী ছিলেন। তার মায়েরও সঙ্গীতের প্রতি আগ্রহ ছিল।[6] স্বর্ণলতার মাতৃভাষা মালয়ালম। তিনি তিন বছর বয়স থেকে কর্ণাটকীয় ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের তালিম শুরু করেন।[2] তার বোন সরোজা ছিলেন তার প্রথম সঙ্গীত শিক্ষক। শৈশবে তিনি হারমোনিয়াম ও কিবোর্ড বাজানোর প্রশিক্ষণ নেন। তার পরিবার পরবর্তী কালে কর্ণাটকের শিবমজ্ঞা জেলার ভদ্রবতীতে চলে যায়, সেখানে তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।[6]
কর্মজীবন
স্বর্ণলতার পরিবার ১৯৮৭ সালে চলচ্চিত্র শিল্পে তার সঙ্গীত প্রতিভার মূল্যায়নের অন্বেষণে চেন্নাই পাড়ি জমায়।[6] ১৯৮৭ সালে চলচ্চিত্রে তার প্রথম সুযোগ আসে, তিনি এম. এস. বিশ্বনাথনের সুরে নিথিক্কু তান্ডানাই চলচ্চিত্রে কে জে যেসুদাসের সাথে "চিন্নাঞ্চিরুকিলিয়ে কন্নাম্মা" গানে কণ্ঠ দেন।[2] তার কর্মজীবনের শুরুর এই সময়ে ক্ষত্রিয় (১৯৯০) চলচ্চিত্রে ইলাইয়ারাজার সুরে "মালায়িল ইয়ারো" গানটি তাকে নেপথ্য সঙ্গীত শিল্পে শীর্ষ গায়িকার স্থান পেতে সহায়তা করে।[2] ইলাইয়ারাজার সুরে চিন্না তাম্বি (১৯৯১) চলচ্চিত্রের "পোবম্মা ওরকলম" গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[4] একই বছর তিনি তালাপতি (১৯৯১) চলচ্চিত্রের "রাক্কাম্মা কাইয়া তাট্টু" গানে এস. পি. বালসুব্রমণ্যমের সাথে কণ্ঠ দেন, যা বিবিসি'র আয়োজিত বিশ্বের শীর্ষ দশ গান ভোটে চতুর্থ স্থান লাভ করে।[7] তেবর মগন (১৯৯২) চলচ্চিত্রের "মসারু পোন্নায় বরুগা" এবং বল্লি (১৯৯৩) চলচ্চিত্রের "এন্নুলে এন্নুলে" গানে কণ্ঠ দেন।[3] "পবম্মা অরকলম"
তিনি ১৯৯৪ সালে এ আর রহমানের সুরে করুত্তম্মা চলচ্চিত্রের "পোরালে পুন্নতায়ি", কাদালান চলচ্চিত্রের "মুক্কাবলা" ও পবিত্র চলচ্চিত্রের "মট্টু বিট্টাদা" গানে কণ্ঠ দেন। প্রথম গানটির জন্য তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার[8] এবং তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[4] পরবর্তী কালে তিনি রহমানের সুরে বম্বে (১৯৯৫), ইন্ডিয়ান (১৯৯৬) ও মিন্সার কনবু (১৯৯৭) চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।[3]
মৃত্যু
স্বর্ণলতা ২০১০ সালের ১২ই সেপ্টেম্বর ৩৭ বছর বয়সে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি এক বছর ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন।[9][10]
পুরস্কার ও সম্মাননা
- চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার | বছর | বিভাগ | গান | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ১৯৯৪ | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী | "পোরালে পোন্নুতায়ি" | করুত্তম্মা | বিজয়ী | [4] |
তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার | ১৯৯১ | শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী | "পোবম্মা ওরকলম" | চিন্না তাম্বি | বিজয়ী | |
১৯৯৪ | "পোরালে পোন্নুতায়ি" | করুত্তম্মা" | ||||
২০০০ | "এভানো ওরুবান" | আলাইপায়ুথে" | ||||
চেন্নাই এক্সপ্রেস পুরস্কার | ১৯৯১ | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী | "পোবম্মা ওরকলম" | চিন্না তাম্বি | বিজয়ী | |
১৯৯৫ | "মুক্কাবলা" | কাদালান | ||||
১৯৯৬ | "আক্কাদান্নু নঙ্গা" | ইন্ডিয়ান | ||||
১৯৯৯ | "উলুন্তু বিদাইকায়িলে" | মুদলবন |
- সরকারি সম্মাননা
- ১৯৯৪ - তামিল সঙ্গীতে অবদানের জন্য তামিলনাড়ু সরকার কর্তৃক কালাইমামনি পুরস্কার
তথ্যসূত্র
- "Fans remember Swarnalatha on her birth anniversary - Times of India"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- ঐশ্বর্যা, এস. (১২ সেপ্টেম্বর ২০১০)। "Playback singer Swarnalatha passes away"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "Swarnalatha Biography"। ওয়ান ইন্ডিয়া। ১৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "My first break - Swarnalatha"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০০৯। ১০ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "National award winning playback singer Swarnalatha passes away"। এশিয়ান ট্রিবিউন। ১৪ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- বেঙ্কটেশ, এম আর (১৮ সেপ্টেম্বর ২০১০)। "Silenced too soon"। ডেকান হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "The Worlds Top Ten | BBC World Service"। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "Playback singer Swarnalatha passes away"। নিউজএইটিন। ১৩ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "Playback singer Swarnalatha passes away"। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ১২ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "Singer Swarnalatha dies at 37"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। চেন্নাই। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ১৩ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্বর্ণলতা (ইংরেজি)