স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র (ইংরেজি: Autonomic nervous system/Vegetative nervous system) প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বিভাগ। যার কাজকর্ম মানুষের ইচ্ছার অধীন নয়। মানুষের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তপ্রবাহ, মসৃণ পেশীর উপর প্রভাব ফেলে।[1][2] অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত সমবেদী এবং পরাসমবেদী। সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র মিলেমিশে কাজ করে এবং দেহের সাম্যাবস্থা বজায় রাখে। বিশ্রাম ও ঘুমের সময় সমবেদী স্নায়ুতন্ত্রের সক্রিয়তা বেড়ে যায়। সমবেদী স্নায়ুতন্ত্র মানব দেহকে জরুরি অবস্থা মোকাবেলার জন্য তৈরি করে। হৃৎস্পন্দন দ্রুততর হয়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং প্রান্তীয় ধমনির সংকোচন ঘটে। মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও স্বৈরপেশীতে রক্ত চলাচল বাড়ে। পরাসমবেদী স্নায়ুতন্ত্র দেহে শক্তি সংরক্ষণে সাহায্য করে।
অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র | |
---|---|
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | Autonomici systematis nervosi |
মে-এসএইচ | D001341 |
টিএ৯৮ | A14.3.00.001 |
টিএ২ | 6600 |
এফএমএ | FMA:9905 |
শারীরস্থান পরিভাষা |
তথ্যসূত্র
- ডোরল্যান্ডের চিকিৎসাশাস্ত্র অভিধানে "autonomic nervous system"
- Schmidt, A; Thews, G (১৯৮৯)। "Autonomic Nervous System"। Janig, W। Human Physiology (2 সংস্করণ)। New York, NY: Springer-Verlag। পৃষ্ঠা 333–370।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.