স্নায়ু নালি

নার্ভ ট্রাক্ট,[1] হচ্ছে নার্ভ ফাইবারের (এক্সন) বাণ্ডিল; যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্যবস্থার নিউক্লিকে সংযোগ করে।[2][3] পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এটি নার্ভ ফ্যাসিকল হিসেবে পরিচিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্যবস্থায় নার্ভ ট্রাক্ট প্রধানত তিন প্রকার; যথাঃ এসোসিয়েশন ফাইবার, কমিসারাল ফাইবার, এবং প্রজেকশন ফাইবার। একটি ট্রাক্ট একটি কমিশার, ফ্যাসিকুলাস অথবা ডেকাসেশন হিসেবেও পরিচিত হতে পারে। একটি কমিশার একই স্তরে দুইটি সেরেব্রাল হেমিস্ফিয়ারকে একত্রিত করে। উদাহরণস্বরুপ পোস্টেরিওর কমিশার এবং কর্পাস ক্যালোসাম। ডেকাসেশন হচ্ছে ফাইবারের তৈরী একটি সংযোগ; যা কোণাকুনিভাবে ভিন্ন স্তরে অতিক্রম করে। যেমনঃ সেনসরী ডেকাসেশন। ফ্যাসিকলের উদাহরণ হচ্ছে সাবথ্যালামিক ফ্যাসিকুলাস এবং লেন্টিকুলার ফ্যাসিকুলাস

এমআরআই ট্রাক্টোগ্রাফি দ্বারা দৃশ্যমান হওয়া; মানবমস্তিষ্কের অভ্যন্তরে হোয়াইট ম্যাটার ট্রাক্ট

বিভাগ

কেন্দ্রীয় স্নায়ু ব্যবস্থায়; গতি (course) এবং সংযোগ হিসাবে স্নায়ুতন্তু তিনভাগে বিভক্ত।[4]

আরও দেখুন

  • Mammillotegmental tract

তথ্যসূত্র

  1. "nerve tract"TheFreeDictionary.com
  2. Moore, Keith; Dalley, Arthur (২০০৫)। Clinically Oriented Anatomy (5th সংস্করণ)। LWW। পৃষ্ঠা 47। আইএসবিএন 0-7817-3639-0। A bundle of nerve fibers (axons) connecting neighboring or distant nuclei of the CNS is a tract.
  3. Blumenfeld, Hal (২০১০)। Neuroanatomy through clinical cases (2nd সংস্করণ)। Sunderland, Mass.: Sinauer Associates। পৃষ্ঠা 22আইএসবিএন 9780878936137।
  4. Standring, Susan (২০০৫)। Gray's Anatomy: The Anatomical Basis of Clinical Practice (39th সংস্করণ)। Churchill Livingstone। পৃষ্ঠা 411আইএসবিএন 9780443071683। The nerve fibres which make up the white matter of the cerebral hemispheres are categorized on the basis of their course and connections. They are association fibres, which link different cortical areas in the same hemisphere; commissural fibres, which link corresponding cortical areas in the two hemispheres; or projection fibres, which connect the cerebral cortex with the corpus striatum, diencephalon, brain stem and the spinal cord

টেমপ্লেট:Neural tracts

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.