স্তাফানি টেলর
স্তাফানি রোক্সান টেলর (ইংরেজি: Stafanie Roxann Taylor; জন্ম: ১১ জুন, ১৯৯১) জ্যামাইকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান ও অফ ব্রেক বোলার হিসেবে তিনি ক্রিকেট খেলে থাকেন। ২০১১ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান নারী ক্রিকেটাররূপে আইসিসি’র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | স্তাফানি রক্সান টেলর | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | স্পেনিশ টাউন, জামাইকা | ১১ জুন ১৯৯১|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক | ২৪ জুন ২০০৮ বনাম আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক | ২৭ জুন ২০০৮ বনাম আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৩১ মার্চ ২০১৬ |
খেলোয়াড়ী জীবন
জ্যামাইকার স্পেনিশ টাউনে ১১ জুন, ১৯৯১ তারিখে জন্মগ্রহণ করেন টেলর। ১৭ বছর বয়সে ২০০৮ সালে ইউরোপ সফরে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলে অভিষেক ঘটে তার।[1] অভিষেকের পর থেকেই দলের অন্যতম খেলোয়াড় হিসেবে পরিগণিত হন। এ পর্যন্ত আশিটিরও অধিক আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নিয়েছেন তিনি। টুয়েন্টি২০ আন্তর্জাতিকের অভিষেক খেলায় উদ্বোধন করতে নেমে সর্বোচ্চ ৯০ রান করেন মাত্র ৪৯ বলে।[2] এ রানটি অদ্যাবধি যে-কোন ওয়েস্ট ইন্ডিয়ান মহিলা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মর্যাদা পায়।[3] এরফলে ওয়েস্ট ইন্ডিজ দলকে বড় ব্যবধানে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে জয়ী হতে সাহায্য করেছিলেন।
পুরস্কার
- ২০১১ ও ২০১২ - আইসিসি বর্ষসেরা প্রমিলা ক্রিকেটার
- ২০১৬ টি২০ বিশ্বকাপে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয় ।
- ২০১৬ টি২০ বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন ।
তথ্যসূত্র
- "Player Profile: Stafanie Taylor"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১২।
- Cricinfo staff (২৭ জুন ২০০৮)। "Taylor powers West Indies to convincing win"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১২।
- As of May 2012. "Records / West Indies Women / Women's Twenty20 Internationals / High scores"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১২।
আরও দেখুন
পূর্বসূরী শেলী নিতস্কে |
আইসিসি বর্ষসেরা প্রমিলা ক্রিকেটার ২০১১ |
উত্তরসূরী স্তাফানি টেলর |