স্টার স্পোর্টস ৩
ইএসপিএন-স্টার নেটওয়ার্কের অংশ হিসেবে, স্টার স্পোর্টস ৩ একটি ২৪ ঘণ্টার চ্যানেল যেটি স্টার টিভি এবং ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেলস এর মালিকানাধীন। এটি স্টার স্পোর্টস এর ২য় ক্রীড়া চ্যানেল। [1][2][3] ২০১৩ সালে চ্যানেলটির নাম স্টার ক্রিকেট পরিবর্তন করে স্টার স্পোর্টস ৩ রাখা হয়।[4]
স্টার স্পোর্টস ৩ STAR Sports 3 | |
---|---|
উদ্বোধন | ২৫ এপ্রিল ২০০৭ ২৫ অক্টোবর ২০০৭ |
মালিকানা | ইএসপিএন স্টার স্পোর্টস |
চিত্রের বিন্যাস | 720p (এইচডি) |
ভাষা | ইংরেজি |
প্রচারের স্থান | ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | স্টার স্পোর্টস স্টার প্লাস স্টার মুভিস স্টার ওয়ার্ল্ড স্টার বিজয় স্টার উৎসব লাইফ ওকে স্টার গোল্ড ফক্স মুভিস প্রিমিয়াম ইএসপিএন ইএসপিএননিউজ ভারত এশিয়ানেট মুভিস ওকে |
ওয়েবসাইট | অফিসিয়াল সাইট |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ডাইলগ টিভি শ্রীলঙ্কা | চ্যানেল ৩৯ |
টাটা স্কাই ভারত | চ্যানেল ৪১৩ |
রিলায়েন্স ডিজিটাল টিভি ভারত | চ্যানেল ৫০৬ |
ডিশ টিভি ভারত | চ্যানেল ৬৫৯ |
এয়ারটেল ডিজিটাল টিভি ভারত | চ্যানেল ২২৭ |
সান ডাইরেক্ট ভারত | চ্যানেল ৫০৭ |
এয়ারটেল ডিজিটাল টিভি ভারত | চ্যানেল ২২১ (এইচডি) |
টাটা স্কাই ভারত | চ্যানেল ৪১৪ (এইচডি) |
রিলায়েন্স ডিজিটাল টিভি ভারত | চ্যানেল ৫১২ (এইচডি) |
ট্রুভিশনস (থাইল্যান্ড) | চ্যানেল ৬৪ (স্টার ক্রিকেট) (আসছে চ্যানেল ৬৪) চ্যানেল ৬৬ (স্টার স্পোর্টস) |
ক্যাবল | |
টেলেডাসান (এলবিএন) শ্রীলঙ্কা | চ্যানেল |
ফাস্ট মিডিয়া ইন্দোনেশিয়া | চ্যানেল ১৫৭ |
হাতওয়ে ভারত | চ্যানেল ১৫৩ |
গ্লোবাল ডেসটিনি ক্যাবল ফিলিপাইন | চ্যানেল ৯০ |
স্কাইক্যাবল ফিলিপাইন | চ্যানেল ১০৩ |
আইপিটিভি | |
নাও টিভি (হংকং) | চ্যানেল ৬৭৪ |
ওয়ার্ল্ড অন ডিমান্ড (জাপান) | চ্যানেল ২০৫ |
মিও টিভি (সিঙ্গাপুর) | চ্যানেল ১২৩(এইচডি) |
প্রাপ্যতা
ভারত
- স্টার ক্রিকেট এখন টাটা স্কাই, রিলায়েন্স ডিজিটাল টিভি, সান ডাইরেক্ট, ডিশ টিভি, এয়ারটেল ডিজিটাল টিভি এবং ডাইরেক্ট-ব্রডকাস্ট স্যাটেলাইট এ লভ্য।
- সারা ভারত জুড়ে স্থানীয় ক্যাবল অপারেটর এ।
বাংলাদেশ
স্টার ক্রিকেট ঢাকা এবং চট্টগ্রামের স্থানীয় ক্যাবল অপারেটর এবং বাংলাদেশের অন্য বিভাগের বেশিরভাগ অংশের ক্যাবল অপারেটরে উপলব্ধ।
তথ্যসূত্র
- STAR family to launch cricket channel
- "STAR Cricket News Via espnstar.com"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৩।
- "STAR family to launch cricket channel"। ৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৩।
- বদলে গেল ইএসপিএনের নাম, প্রথম আলো, নভেম্বর ০৭, ২০১৩।
বহিঃসংযোগ
- Fox Sports Asia ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ আগস্ট ২০১৪ তারিখে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.