স্টার ভারত
স্টার ভারত (হিন্দি: स्टार भारत) একটি হিন্দি ভাষায় সম্প্রচারিত ভারতীয় টেলিভিশন চ্যানেল। ভারতভিত্তিক চ্যানেলটি স্টার ইন্ডিয়া কর্তৃক পরিচালিত হয়ে থাকে, যা সম্পূর্ণভাবে ২১ শতক ফক্সের মালিকানাধীন। স্টার ভারতের অনুষ্ঠানমালা মূলত সাধারণ বিনোদনমূলক চ্যানেল হিসেবে দৈনিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে থাকে।[14]
স্টার ভারত | |
---|---|
উদ্বোধন | ২৮ আগস্ট ২০১৭ |
নেটওয়ার্ক | স্টার ইন্ডিয়া (ফক্স নেটওয়ার্কস গ্রুপ, ভারতের বাইরে পরিবেশক) |
মালিকানা | ২১ সেঞ্চুরি ফক্স |
চিত্রের বিন্যাস | ৫৭৬আই (এসডিটিভি) ১৬:৯, ১০৮০পি (এইচডিটিভি) |
স্লোগান | भुला दे डर,कुछ अलग कर (ভয়কে ভুলে যাও, ভিন্ন কিছু কর) |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
প্রচারের স্থান | বিশ্বব্যাপী |
প্রধান কার্যালয় | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
পূর্বতন নাম | স্টার ওয়ান, লাইফ ওকে |
প্রতিস্থাপন | লাইফ ওকে |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | তালিকা
|
ওয়েবসাইট | হটস্টারে স্টার ভারত |
প্রাপ্তিস্থান | |
টেরেস্ট্রিয়াল | |
ডিভিবি-টি২ (ভারত) | স্থানীয় ফ্রিকোয়েন্সি চেক করুন |
কৃত্রিম উপগ্রহ | |
প্যারাবোল মরিশ (মরিশাস) | চ্যানেল ১৪১ |
ডিরেকটিভি (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ২০০৩[1] |
ডিশ নেটওয়ার্ক (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৬৯৮[2] |
প্যারাবোল মাদাগাস্কার (মাদাগাস্কার) | চ্যানেল ৪১[3] |
প্যারাবোল রিইউনিয়ন (রিইউনিয়ন) | চ্যানেল ৪১[4] |
স্কাই (যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড) | চ্যানেল ৭৮৩ (এসডি / এইচডি)[5][5] |
টাটা স্কাই (ভারত) | চ্যানেল ১২২ (এসডি) চ্যানেল ১২০ (এইচডি)[6] |
সিগনাল ডিজিটাল টিভি (ফিলিপাইন) | — |
ডিশ হোম (নেপাল) | চ্যানেল ২০৫ (এসডি) চ্যানেল ৯০১ (এইচডি) |
ডিশ টিভি (ভারত) | চ্যানেল ১১৬ (এসডি) চ্যানেল ১১৫ (এইচডি) |
ভিডিওকন ডি২এইচ (ভারত) | চ্যানেল ২০৭ (এসডি) |
অ্যাস্ট্রো (মালয়েশিয়া) | চ্যানেল ২৮৮ |
ডিডি ফ্রি ডিশ (ভারত) | চ্যানেল ৪৮ (এসডি) |
বিগ টিভি (ইন্দোনেশিয়া) | চ্যানেল ৮৫৫ |
ক্যাবল | |
ক্যাবল আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৪৭২ |
সিনসিনাটি বেল (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৬২১ |
কক্স ক্যাবল (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ২৭৪[7] |
এনটাচ (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৫২১ |
হাথওয়ে (ভারত) | চ্যানেল ২[8] |
এশিয়ানেট ডিজিটাল টিভি (ভারত) | চ্যানেল ৫০৬ (এসডি) চ্যানেল ৮৫১ (এইচডি) |
ওপেনব্যান্ড (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৭৮৪ |
আরসিএন (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৪৮২[9] |
রজার্স ক্যাবল (কানাডা) | চ্যানেল ৮৩৭[10] |
স্যান ব্রুনো ক্যাবল (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ২৩৪ |
টাইম ওয়ার্নার ক্যাবল (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৫৬৬[11] |
ভার্জিন মিডিয়া (যুক্তরাজ্য) | চ্যানেল ৮০৪ |
স্কাইক্যাবল (ফিলিপাইন) | চ্যানেল ১৫৩ |
ডেস্টিনি ক্যাবল (ফিলিপাইন) | চ্যানেল ১৫৩ (ডিজিটাল) চ্যানেল ১১৭ (এনালগ) |
ক্যাবললিঙ্ক (ফিলিপাইন) | চ্যানেল ২৪৭ |
স্টারহাব টিভি (সিঙ্গাপুর) | চ্যানেল ১৬০ |
মাকাও ক্যাবল টিভি (মাকাও) | চ্যানেল ৫২৭ |
ফার্স্ট ইন্ডিয়া (ইন্দোনেশিয়া) | চ্যানেল ১৬৫ |
আইপিটিভি | |
পিয়ো টিভি (শ্রী লংকা) | চ্যানেল ৮৯ |
বেল ফাইভ টিভি (কানাডা) | চ্যানেল ৮০৫[12] |
মাই.টি (মরিশাস) | চ্যানেল ৩৫ |
ওপ্টিক টিভি (কানাডা) | চ্যানেল ৫৩৬[13] |
সিংটেল টিভি (সিঙ্গাপুর) | চ্যানেল ৬৫৪ |
টক টক প্লাস টিভি | চ্যানেল ৫৫২ |
নাউ টিভি (হংকং) | চ্যানেল ৭৯৭ |
ভিমিডিয়া (কানাডা) | চ্যানেল ৮৩৭ |
অনুষ্ঠানমালা
তথ্যসূত্র
- "South Asian TV Channels"। DIRECTV। ২০১২-১১-০৩।
- "Hindi Satellite Packages"। DISH International। ২০১২-১১-০৩। ২০১৮-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১০।
- "Parabole Madagascar"। Parabole Madagascar। ২০১২-১১-০৩।
- "Parabole Réunion"। Parabole Réunion। ২০১২-১১-০৩।
- "Sky Guide TV Listings - Sky"। Sky। ২০১২-১১-০৩।
- "Tata Sky on Insat 4A at 83.0°E"। Indian DTH Wiki। ২০১২-১১-০৩। ২০১২-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১০।
- "Channel lineup serving Northern Virginia"। Cox Communications। ২০১২-১১-০৩।
- "Channel List"। Hathway। ২০১২-১১-০৩। ২০১২-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১০।
- "South Asian International Channels"। RCN। ২০১২-১১-০৩।
- "Rogers - Programming and Channels"। Rogers। ২০১২-১১-০৩।
- "Hindi TV"। Time Warner Cable। ২০১২-১১-০৩। ২০১২-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১০।
- "Bell Fibe TV - Programming"। Bell। ২০১২-১১-০৩। ২০১২-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১০।
- "Channels & packages"। TELUS। ২০১২-১১-০৩। ২০১৩-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১০।
- "'Bhula de darr,' says Star Bharat"।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.