স্টানলি বি প্রুসিনার

স্টানলি বেঞ্জামিন প্রুসিনার (জন্ম: ২৮ মে ১৯৪২) [2] একজন মার্কিন নিউরোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ। তিনি প্রিয়ন আবিষ্কারের জন্য ১৯৯৭ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

স্টানলি বেঞ্জামিন প্রুসিনার
২০০৭ সালে প্রুসিনার
জন্ম (1942-05-28) মে ২৮, ১৯৪২
আইওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনপেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়, পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় স্কুল অব মেডিসিন
পরিচিতির কারণপ্রিয়ন
Transmissible spongiform encephalopathy
Creutzfeldt-Jakob disease
দাম্পত্য সঙ্গীস্যাান্ডি তুর্ক প্রুসিনার (২ সন্তান)[1]
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৭)
Potamkin Prize (১৯৯১)
Lasker Award (১৯৯৪)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রনিউরোলজি, সংক্রামক ব্যাধি
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিস্কো

জীবনী

প্রুসিনারের শৈশব কাটে আইওয়া এবং ওহাইওতে। তিনি পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্বিদ্যালয়ের স্কুল অব মেডিসিন থেকে তিনি ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.