স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার হল অভিনয় পেশায় অসাধারণ অবদানের জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের জাতীয় সম্মাননা ও শ্রদ্ধাঞ্জলি কমিটি প্রদত্ত একটি পুরস্কার। ১ম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার আয়োজনের ৩৩ বছর আগে থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ১৯৬২ সালে এই পুরস্কারের প্রথম গ্রহীতা ছিলেন কৌতুকাভিনেতা এডি ক্যান্টর। [1] ১৯৬২ সাল থেকে ১৯৬৩ ও ১৯৮১ সাল ব্যতীত প্রতি বছর এই পুরস্কার দেয়া হচ্ছে। দুই বার একই বছর দুজনকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল, প্রথমটি ১৯৮৫ সালে অভিনেতা পল নিউম্যান ও অভিনেত্রী জোয়ান উডওয়ার্ড, [2] এবং দ্বিতীয়টি ২০০০ সালে অসি ডেভিস ও রুবি ডি। [3] ২০১৭ সাল পর্যন্ত ৫৪ জন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে, যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৯ জন নারী।
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার | |
---|---|
বিবরণ | "অভিনয় পেশায় অসাধারণ অবদানের জন্য" |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | স্ক্রিন অ্যাক্টরস গিল্ড |
প্রথম পুরস্কৃত | ১৯৬২ |
বর্তমানে আধৃত | অ্যালান আলডা (২০১৮) |
ওয়েবসাইট | sagawards.org |
গ্রহীতাদের তালিকা
বছর | গ্রহীতা |
---|---|
১৯৬২ | এডি ক্যান্টর |
১৯৬৪ | স্ট্যান লরেল |
১৯৬৫ | বব হোপ |
১৯৬৬ | বারবারা স্ট্যানউইক |
১৯৬৭ | উইলিয়াম গার্গ্যান |
১৯৬৮ | জেমস স্টুয়ার্ট |
১৯৬৯ | এডওয়ার্ড জি. রবিনসন |
১৯৭০ | গ্রেগরি পেক |
১৯৭১ | চার্লটন হেস্টন |
১৯৭২ | ফ্রাঙ্ক সিনাত্রা |
১৯৭৩ | মার্থা রে |
১৯৭৪ | ওয়াল্টার পিজেওন |
১৯৭৫ | রোজালিন্ড রাসেল |
১৯৭৬ | পার্ল বেইলি |
১৯৭৭ | জেমস ক্যাগনি |
১৯৭৮ | এডগার বার্জেন |
১৯৭৯ | ক্যাথরিন হেপবার্ন |
১৯৮০ | লিয়ন অ্যামস |
১৯৮২ | ড্যানি কে |
১৯৮৩ | রাফ বেলামি |
১৯৮৪ | ইগি ওল্ফিংটন |
১৯৮৫ | পল নিউম্যান ও জোয়ান উডওয়ার্ড |
১৯৮৬ | নানেট ফাব্রে |
১৯৮৭ | রেড স্কেলটন |
১৯৮৮ | জিন কেলি |
১৯৮৯ | জ্যাক লেমন |
১৯৯০ | ব্রক পিটারস |
১৯৯১ | বার্ট ল্যাঙ্কেস্টার |
১৯৯২ | অড্রি হেপবার্ন |
১৯৯৩ | রিকার্ডো মন্টালবান |
১৯৯৪ | জর্জ বার্নস |
১৯৯৫ | রবার্ট রেডফোর্ড |
১৯৯৬ | অ্যাঞ্জেলা ল্যান্সবারি |
১৯৯৭ | এলিজাবেথ টেলর |
১৯৯৮ | কার্ক ডগলাস |
১৯৯৯ | সিডনি পোয়াটিয়ে |
২০০০ | অসি ডেভিস রুবি ডি |
২০০১ | এড আসনার |
২০০২ | ক্লিন্ট ইস্টউড |
২০০৩ | কার্ল মালডেন |
২০০৪ | জেমস গার্নার |
২০০৫ | শার্লি টেম্পল |
২০০৬ | জুলি অ্যান্ড্রুজ |
২০০৭) | চার্লস ডারনিং |
২০০৮ | জেমস আর্ল জোন্স |
২০০৯ | বেটি হোয়াইট |
২০১০ | আর্নেস্ট বোর্গনাইন |
২০১১ | ম্যারি টাইলার মুর |
২০১২ | ডিক ভ্যান ডাইক |
২০১৩ | রিতা মোরেনো |
২০১৪ | ডেবি রেনল্ডস |
২০১৫ | ক্যারল বার্নেট |
২০১৬ | লিলি টমলিন |
২০১৭ | মরগান ফ্রিম্যান |
২০১৮ | অ্যালান আলডা |
তথ্যসূত্র
- "1st | Screen Actors Guild Awards"। web.archive.org। ২০১৬-০৮-২২। Archived from the original on ২০১৬-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩০।
- "22nd | Screen Actors Guild Awards"। web.archive.org। ২০১৬-০৮-২১। Archived from the original on ২০১৬-০৮-২১। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩০।
- "37th | Screen Actors Guild Awards"। web.archive.org। ২০১৬-০৮-২২। Archived from the original on ২০১৬-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.