স্কারফেস (১৯৩২-এর চলচ্চিত্র)

স্কারফেস (ইংরেজি: Scarface ১৯৩২ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন গ্যাংস্টার চলচ্চিত্র। এটি যৌথভাবে প্রযোজনা করেন হাওয়ার্ড হিউজহাওয়ার্ড হক্‌স এবং পরিচালনা করেন হাওয়ার্ড হক্‌স। আর্মিটেজ ট্রেইলের ১৯২৯ সালের একই নামের উপন্যাস অবলম্বনে এটি চলচ্চিত্রের উপযোগ করেন বেন হেচ এবং চিত্রনাট্য রচনা করেন ডব্লিউ. আর. বার্নেট, জন লি মাহিন ও সেটন আই. মিলার। ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন পল মুনি, যাকে আন্টোনিও "টনি" কামন্তে নামক এক গ্যাংস্টার চরিত্রে দেখা যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় কামোন্তের বোন চরিত্রে অ্যান ডভোরাক এবং ক্যারেন মর্লি, অসগুড পার্কিন্স, জর্জ র‍্যাফ্‌ট ও বরিস কারলভ অভিনয় করেন।

স্কারফেস
Scarface
পরিচালকহাওয়ার্ড হক্‌স
প্রযোজক
চিত্রনাট্যকার
  • ডব্লিউ. আর. বার্নেট
  • জন লি মাহিন
  • সেটন আই. মিলার
  • বেন হেচ (উপযোগকরণ)
উৎসআর্মিটেজ ট্রেইল কর্তৃক 
স্কারফেস
শ্রেষ্ঠাংশে
  • পল মুনি
  • অ্যান ডভোরাক
  • অসগুড পার্কিন্স
  • ক্যারেন মর্লি
  • জর্জ র‍্যাফ্‌ট
  • বরিস কারলভ
সুরকারআডলফ টান্ডলার গুস আর্নহাইম
চিত্রগ্রাহকলি গার্মেস এল.ডব্লিউ. ওকনেল
সম্পাদকএডওয়ার্ড কার্টিস
প্রযোজনা
কোম্পানি
দ্য ক্যাডো কোম্পানি
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি
  •  এপ্রিল ১৯৩২ (1932-04-09)
দৈর্ঘ্য৯৫ মিনিট[1]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ইতালীয়
আয়$৬০০,০০০[2]

১৯৯৪ সালে লাইব্রেরি অব কংগ্রেস স্কারফেস চলচ্চিত্রটিকে জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে যুক্ত করে। ২০০৮ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের "দশ সেরা দশ" তালিকার গ্যাংস্টার চলচ্চিত্র ধরনের ষষ্ট সেরা চলচ্চিত্রের স্থান প্রদান করে। এই চলচ্চিত্র অবলম্বনে ব্রায়ান ডি পালমা ১৯৮৩ সালে একই নামের চলচ্চিত্র নির্মাণ করেন, যাতে প্রধান চরিত্রে অভিনয় করেন আল পাচিনো

কুশীলব

  • পল মুনি - আন্তোনিও "টনি" কামোন্তে
  • অ্যান ডভোরাক - ফ্রান্সেস্কা "সেস্কা" কামোন্তে
  • অসগুড পার্কিন্স - জন "জনি" লোভো
  • ক্যারেন মর্লি - পপি
  • জর্জ র‍্যাফ্‌ট - জিনো রিনালদো
  • বরিস কারলভ - টম গ্যাফনি
  • সি. হেনরি গর্ডন - ইনস্পেক্টর বেন গারিনো
  • ভিন্স বার্নেট - আঞ্জেলো
  • পার্নেল প্র্যাট - গার্স্টন
  • টুলি মার্শাল - ব্যবস্থাপনা সম্পাদক
  • ইনেজ পালাঞ্জে - মিসেস কামোন্তে
  • এডউইন ম্যাক্সওয়েল - গোয়েন্দাদের প্রধান

তথ্যসূত্র

  1. "SCARFACE (A)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। মে ৭, ১৯৩২। মে ১৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮
  2. বালিও, তিনো (২০০৯)। United Artists: The Company Built by the Stars। ম্যাডিসন, উইসকনসিন: উইসকনসিন বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১১১। আইএসবিএন 978-0-299-23004-3। ওসিএলসি 262883574। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:হাওয়ার্ড হক্‌স টেমপ্লেট:হাওয়ার্ড হিউজ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.