সৌরভ শুক্লা
সৌরভ শুক্লা (জন্ম: ৫ই মার্চ ১৯৬৩) একজন ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক, যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি সত্য (১৯৯৮), যুবা (২০০৪), জলি এলএলবি ২ (২০১৭) ও রেইড (২০১৮) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত।
সৌরভ শুক্লা | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৮৪–বর্তমান |
২০১৪ সালে তিনি জলি এলএলবি-তে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।[1]
তথ্যসূত্র
- "61st National Film Awards For 2013" (পিডিএফ)। Directorate of Film Festivals। ১৬ এপ্রিল ২০১৪। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.