সৌগত রায়

সৌগত রায় (জন্ম ৬ আগস্ট, ১৯৪৭) হলেন ভারতের দ্বিতীয় মনমোহন সিংহ মন্ত্রিসভার নগরোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী।[2]

Saugata Roy
সৌগত রায়
রাষ্ট্রমন্ত্রী, নগরোন্নয়ন মন্ত্রক, ভারত সরকার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৯
রাষ্ট্রপতিপ্রতিভা পাটিল
পূর্বসূরীঅজয় মাকেন
সাংসদ, লোকসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৯
রাষ্ট্রপতিপ্রতিভা পাটিল
পূর্বসূরীঅমিতাভ নন্দী
সংসদীয় এলাকাদমদম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1947-08-06) আগস্ট ৬, ১৯৪৭
শিলং, মেঘালয়, ভারত
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীডলি রায়
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধর্মহিন্দু
11 September, 2009 অনুযায়ী
উৎস: [[1]]

সৌগত রায় ছিলেন একজন জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান স্কলার। তিনি সেন্ট লরেন্স হাই স্কুল, কলকাতা, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজপ্রেসিডেন্সি কলেজ, কলকাতা থেকে পড়াশোনা করেন ও পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি আইন ডিগ্রিও অর্জন করেছেন। সৌগত রায় কলকাতার আশুতোষ কলেজের অবসরপ্রাপ্ত পদার্থবিদ্যার অধ্যাপক। তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের নেতা। তিনি পঞ্চদশ লোকসভায় দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত। অতীতে ১৯৭৭ সালে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। চরণ সিংহ মন্ত্রিসভায় তিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হন। পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি পাঁচ বার নির্বাচিত হন। আলিপুর বিধানসভা কেন্দ্র থেকে তিন বার এবং ঢাকুরিয়া বিধানসভা কেন্দ্রবনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এক বার করে নির্বাচিত হন।[3]

১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং ১৯৭৩ থেকে ১৯৭৭ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।[1]

পাদটীকা

  1. "Roy, Prof Saugata"Lok Sabha Members – 15th Lok Sabha। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১১
  2. "Team Manmohun"। NDTV। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০
  3. "Thumbnail sketches of ministers of state"। new Kerala.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.