সোহানুর রহমান সোহান

সোহানুর রহমান সোহান হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। তিনি শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস (১৯৮৮)। তিনি মূলত প্রণয়ধর্মী চলচ্চিত্র পরিচালনা করে থাকেন।[1] তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩), স্বজন (১৯৯৬), আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা (১৯৯৯)। তিনি বর্তমানে ইউনিভার্সেল পারফর্মিং আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।[2]

সোহানুর রহমান সোহান
জন্ম
পেশা
কর্মজীবন১৯৮৮বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পুরস্কারবাচসাস পুরস্কার

কর্মজীবন

সোহান ১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের কলমিলতা (১৯৮১), এজে মিন্টুর অশান্তি (১৯৮৬) ও শিবলি সাদিকের ভেজা চোখ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস (১৯৮৮)। পরিচালনায় তার প্রথম সফলতা আসে কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩) দিয়ে। এটি হিন্দি কেয়ামত সে কেয়ামত থক (১৯৮৮) এর পুনঃনির্মাণ।[1]

পরিচালিত চলচ্চিত্র

  1. বিশ্বাস অবিশ্বাস (১৯৮৮)
  2. বেনাম বাদশা (১৯৯২)
  3. কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)
  4. আখেরি রাস্তা (১৯৯৪)
  5. বিদ্রোহী কন্যা (১৯৯৬)
  6. স্বজন (১৯৯৬)
  7. আমার ঘর আমার বেহেশত (১৯৯৭)
  8. আমার দেশ আমার প্রেম (১৯৯৮)
  9. মা যখন বিচারক (১৯৯৮)
  10. অনন্ত ভালবাসা (১৯৯৯)
  11. কিলার (২০০০)
  12. সত্যের বিজয় (২০০৩)
  13. স্বামী ছিনতাই (২০০৪)
  14. বলো না ভালোবাসি (২০০৫)
  15. বৃষ্টি ভেজা আকাশ (২০০৭)
  16. কথা দাও সাথী হবে (২০০৭)
  17. আমার জান আমার প্রাণ (২০০৮)
  18. পরাণ যায় জ্বলিয়া রে (২০১০)
  19. কোটি টাকার প্রেম (২০১১)
  20. দ্যা স্পিড (২০১২)
  21. সে আমার মন কেড়েছে (২০১২)
  22. এক মন এক প্রাণ (২০১২)
  23. লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪)
  24. ভাল লাগার চেয়েও একটু বেশি
  25. জেদী (২০২২)ছুরি

তথ্যসূত্র

  1. Kamol, Ershad (২৩ মে ২০০৭)। ""Our young generation is least interested in Dhaliwood""দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭
  2. মঈনুদ্দীন, অভি (১ ডিসেম্বর ২০১৭)। "মেয়ের বিয়ে দিলেন সোহানুর রহমান সোহান"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.