সোলায়মান হক জোয়ার্দ্দার
সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) (জন্ম: ১৫ মার্চ ১৯৪৬) বাংলাদেশের চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। [1]
সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) | |
---|---|
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ২০০৮ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চুয়াডাঙ্গা জেলা, বাংলাদেশ | ১৫ মার্চ ১৯৪৬
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
জন্ম ও শিক্ষাজীবন
সোলায়মান হক জোয়ার্দ্দারের পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা শহরের আরাম পাড়া এলাকায়। পিতার নাম মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার এবং মাতা মরহুমা আছিয়া খাতুন। পিতা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় হতে মেট্রিক পাস করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে উচ্চতর শ্রেণিতে পড়াশোনা করেন।
কর্মজীবন
পেশায় ব্যবসায়ী সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ছাত্রজীবন হতেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। যুবলীগ প্রতিষ্ঠার পর তিনি চুয়াডাঙ্গা মহকুমার সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে চুয়াডাঙ্গা যুবলীগের সভাপতি, ৭৯ সালে আওয়ামী লীগের জেলা সেক্রেটারী ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ভারত হতে ট্রেনিং নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ে রাজনীতিতে অত্যন্ত সক্রিয় জনাব সোলায়মান। এছাড়া জনাব জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘ সময়ের সেক্রেটারী হিসেবে কাজ করেছেন।
তথ্যসূত্র
- চুয়াডাঙ্গা-১, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। "Constituency 79_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৪।