সোনু সুদ
সোনু সুদ একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং প্রযোজক যিনি হিন্দী, তেলুগু এবন তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু কন্নড় ও পাঞ্জাবী ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত আছেন। কোভিড -১৯ এর সময়কালে অনেক মানুষের উপকার করেছেন। তিনি একমাত্র অভিনেতা যে কিনা নিজের সম্পত্তি বন্ধক করেছিলেন গরীব মানুষদের উপকার করার জন্য।
সোনু সুদ | |
---|---|
জন্ম | [1] | ৩০ জুলাই ১৯৭৩
পেশা | অভিনেতা, মডেল, চলচ্চিত্র প্রযোজক , সমাজসেবক |
কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
অভিনয় জীবন
১৯৯৯ সালে সুদ তামিল ভাষার চলচ্চিত্র কাল্লাঝাগার এবং নেঞ্জিনিলে অভিনয় করেন। এরপরে তিনি তেলুগু চলচ্চিত্র হ্যান্ডস আপে ২০০০ সালে অভিনয় করেন। ২০০১ সালে তিনি মাজুনু তে অভিনয় করেন।
২০০২ সালে শাহেদ এ আজমে অভিনয়ের মাধ্যমে হিন্দী চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০০৪ সালে মনি রত্নমের যুবা এবং ২০০৫ সালে আশিক বানায়া আপনেতে অভিনয় করেন।
চলচ্চিত্র
- সিম্বা (২০১৮)
- হ্যাপি নিউ ইয়ার (২০১৪)
- দাবাং (২০১০)
- কুংফু যোগ (২০১৭)
তথ্যসূত্র
- Sharma, Aastha (৩০ জুলাই ২০১৫)। "Sonu Sood: Moga to Mumbai non-stop"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- "Sonu Sood's father passes away, actor says he is 'shattered'"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে সোনু সুদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Sonu Sood (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.