সোনু কে টিটু কি সুইটি
সোনু কে টিটু কি সুইটি (অনুবাদ: সনুর টিটুর সুইটি) হল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি হাস্যরসাত্মক চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন লব রঞ্জন।[3][4] লব রঞ্জন ভূষণ কুমার, কৃষণ কুমার ও অঙ্কুর গর্গের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেন। ছবির সহ-প্রযোজক ছিল লব ফিল্মস ও টি-সিরিজ। এই ছবিটি ছিল চতুর্থ ছবি যেখানে লব রঞ্জন প্রধান চরিত্রে অভিনেতা কার্তিক আর্যন ও অভিনেত্রী নুসরত ভরুচার সঙ্গে এবং তৃতীয় ছবি যেখানে তিনি সানি সিং ও ঈশিতা রাজ শর্মার সঙ্গে কাজ করেন। ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[5][6] ছবিটি সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। তারা ছবিটির হাস্যরসের প্রশংসা করলেও, এটির নারীবিদ্বেষী আখ্যানবস্তুর বিরূপ সমালোচনা করেন।[7] ছবিটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে।[8][9]
সোনু কে টিটু কি সুইটি | |
---|---|
পরিচালক | লব রঞ্জন |
প্রযোজক |
|
রচয়িতা | রাহুল মোদী লব রঞ্জন |
কাহিনিকার | লব রঞ্জন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | গান:
হিতেশ সোনিক |
চিত্রগ্রাহক | সুধীর কে. চৌধুরী |
সম্পাদক | আকিব আলি |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | এএ ফিল্মস, টি-সিরিজ |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৩০ কোটি টাকা[1] |
আয় | ১৫২.৭৫ কোটি টাকা[2] |
কাহিনি-সারাংশ
ছবির শুরুতে দেখা যায়, টিটু (সানি সিং) বসে বসে কাঁদছে। তার প্রেমিকা পিহু তার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে বলে সে চিন্তিত। তার সবচেয়ে কাছের বন্ধু সোনু (কার্তিক আর্যন) তাকে বলে যে, পিহু তার উপযুক্ত নয়। কারণ, টিটু খুব যত্নবান ছেলে এবং পিহু অত্যন্ত আধিপত্যপ্রবণ ও অবাধ্য। সোনু তাকে চরম হুঁশিয়ারি দিয়ে বলে, টিটুকে পিহু বা তার মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হবে। টিটু নিজের বন্ধুকেই বেছে নেয়।
তাদের ছাড়াছাড়ির ছয় মাস পরে টিটুর পরিবারের লোকজন তাকে বলে যে একটি পরিবার টিটুর সঙ্গে তাদের মেয়ে সুইটির (নুসরত ভরুচা) সম্বন্ধ নিয়ে এসেছে। টিটু সুইটির সঙ্গে দেখা করতে রাজি হয়। দু’জনের মধ্যে সহজেই ভাব হয়ে যায়। সুইটি অত্যন্ত যত্নশীল, সংবেদনশীল ও চালাকচতুর। দেখে মনে হত, সে টিটুর ‘আদর্শ জীবনসঙ্গিনী’। ব্যাপারটা সোনুর কাছে সন্দেহজনক ঠেকে। যদিও সে টিটুর কাছে স্বীকার করে যে, সুইটিকে ভালো বলেই মনে হয়। কিন্তু এও বলে যে দু’জনের এখনই বিয়ে করা উচিত কিনা, তা সে এখনও ঠিক বলতে পারে না।
অভিনেতা-অভিনেত্রী
- কার্তিক আর্যন – সোনু শর্মা, টিটুর ছেলেবেলার সবচেয়ে কাছের বন্ধু
- সানি সিং – টিটু শর্মা, সোনুর ছেলেবেলার সবচেয়ে কাছের বন্ধু
- নুসরত ভরুচা – সুইটি শর্মা, টিটুর প্রেমিকা
- অলোক নাথ – ঘসিতারাম শর্মা, টিটুর ঠাকুরদা
- বীরেন্দ্র সাক্সেনা – লালু কাকা, ঘসিতারামের সবচেয়ে কাছের বন্ধু
- মধুমালতী কপূর – টিটুর ঠাকুমা
- ঈশিতা রাজ শর্মা – পিহু, টিটুর প্রাক্তন প্রেমিকা
- দীপিকা আমিন – রেণু শর্মা, সুইটির মা
- রাজেশ জৈস – সুইটির বাবা
- আয়েশা রাজা মিশ্র – টিটুর মা
- পবন চোপড়া – টিটুর বাবা
প্রযোজনা
ক্রমবিকাশ
২০১৬ সালের ৬ ডিসেম্বর লব রঞ্জন তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ছবিটি নির্মাণের কথা ঘোষণা করেন।[10][11] ওই বছর ১২ ডিসেম্বর ছবিটির শ্যুটিং শুরু হয়।[12] ২০১৭ সালের ১৬ জুন কার্তিক আর্যন, নুসরত ভরুচা ও সানি সিং একটি ইউটিউব ভিডিও-র মাধ্যমে ছবির নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।[13] ওই বছর ২০ ডিসেম্বর ছবিটির অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়।[4]
“ | “বলা হয়, ভারতে বিয়ে হয় দু’টি পরিবারের মধ্যে। কিন্তু শহরে বন্ধুরা নতুন পরিবারে পরিণত হয়। তাই বিয়ে করতে হলে, তোমার বন্ধুর তোমার নতুন জীবনসঙ্গীকে এবং তার জীবনসঙ্গীকে তোমার পছন্দ হওয়া খুব দরকারি। এটা একটা মোচড়-সহ শাশুড়ি-বউ[-জাতীয় কাহিনি]।”[14] | ” |
— সোনু কে টিটু কি সুইটি ছবির পিছনে কী চিন্তাভাবনা কাজ করছিল সেই সম্পর্কে লব রঞ্জন। |
চলচ্চিত্রায়ণ
ছবিটির চিত্রায়ণ হয়েছিল দিল্লি, গাজিয়াবাদ, নইডা, মুম্বই, ঋষিকেশ ও জর্জিয়ায়। গাজিয়াবাদের শ্যুটিং হয় রাজনগর সেক্টর ফাইভের সিএ ঋষি কাপুরের বাড়িতে। এছাড়া কিছু অংশের শ্যুটিং হয় গুরুগ্রামের ডিএলএফ সাইবারহাবে। কয়েকটি দৃশ্যের শ্যুটিং হয় নইডার মহগান মডার্ন ও মহগান মারভেলায়।[15][16]
সংগীত
সোনু কে টিটু কি সুইটি | ||||
---|---|---|---|---|
রোচক কোহলি, ইয়ো ইয়ো হানি সিং, অমাল মল্লিক, গুরু রন্ধওয়া, জ্যাক নাইট, সৌরভ-বৈভব ও রজত নাগপাল কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৪ ফেব্রুয়ারি ২০১৮[17] | |||
শব্দধারণের সময় | ২০১৭-২০১৮ | |||
ঘরানা | কাহিনিচিত্র সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ৩০:১৩ | |||
ভাষা | হিন্দি | |||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | |||
| ||||
রোচক কোহলি কালক্রম | ||||
| ||||
ইয়ো ইয়ো হানি সিং কালক্রম | ||||
| ||||
অমাল মল্লিক কালক্রম | ||||
| ||||
জ্যাক নাইট কালক্রম | ||||
| ||||
গুরু রন্ধওয়া ও রজত নাগপাল কালক্রম | ||||
| ||||
সৌরভ-বৈভব কালক্রম | ||||
| ||||
সোনু কে টিটু কি সুইটি থেকে একক গান | ||||
|
ছবিটিতে সুরারোপ করেন রোচক কোহলি, ইয়ো ইয়ো হানি সিং, অমাল মল্লিক, গুরু রন্ধওয়া, জ্যাক নাইট, সৌরভ-বৈভব ও রজত নাগপাল। গান রচনা করেন কুমার, ইয়ো ইয়ো হানি সিং, স্বপ্নিল তিওয়ারি, জ্যাক নাইট, গুরু রন্ধওয়া, সিংস্তা ও ওয়ে শেরা। নেপথ্য সংগীত রচনা করেন হিতেশ সোনিক। প্রথম গান দিল চোরি ছিল হংস রাজ হংসের গান দিল চোরি সদা হো গয়া-র পুনঃনির্মাণ। এই গানের ভিডিওটি ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়।[18] দুই বছর অসুস্থতার পর এই গানটির মাধ্যমে ইয়ো ইয়ো হানি সিং আবার গান রেকর্ড শুরু করেন। অরিজিৎ সিং, প্রকৃতি ককর ও অমাল মল্লিকের গাওয়া দ্বিতীয় গান সুবাহ্ সুবাহ্ প্রকাশিত হয় ২০১৮ সালের ৩ জানুয়ারি। তৃতীয় গান ছোটে ছোটে পেগ হংস রাজ হংসের গান দিল টোটে টোটে হো গয়া-র পুনঃনির্মাণ। এটি গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিং, নেহা কক্কর ও নবরাজ হংস। গানটি প্রকাশিত হয় ২০১৮ সালের ১৮ জানুয়ারি।[19]
চতুর্থ গান বম ডিগি ডিগি হল একটি পার্টি সং। এটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি-ইংরেজি গান বম ডিগি-র পুনঃনির্মাণ। গানটি গেয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি গায়ক জ্যাক নাইট ও ব্রিটিশ-ভারতীয় গায়িকা জেসমিন ওয়ালিয়া। গানের কোরাসে বাংলার লোকসংগীতের একটি স্যাম্পেল আছে। গানটি প্রকাশিত হয় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি।[20] ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ছবির গানের অ্যালবাম প্রকাশিত হয় টি-সিরিজ থেকে।
ট্র্যাক তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক | দৈর্ঘ্য |
১. | "দিল চোরি" | ইয়ো ইয়ো হানি সিং, সিংস্তা, ওয়ে শেরা | ইয়ো ইয়ো হানি সিং | ইয়ো ইয়ো হানি সিং, সিমার কৌর, ইশারস | ৩:৪৬ |
২. | "সুবাহ্ সুবাহ্" | কুমার | অমাল মল্লিক | অরিজিৎ সিং, প্রকৃতি ককর, অমাল মল্লিক | ৪:৩৭ |
৩. | "ছোটে ছোটে পেগ" | ইয়ো ইয়ো হানি সিং | ইয়ো ইয়ো হানি সিং | ইয়ো ইয়ো হানি সিং, নেহা কক্কর, নবরাজ হংস | ৩:২৪ |
৪. | "বম ডিগি ডিগি" | জ্যাক নাইট, কুমার | জ্যাক নাইট | জ্যাক নাইট, জেসমিন ওয়ালিয়া | ৩:৫৮ |
৫. | "কৌন নাচদি" | গুরু রন্ধওয়া | গুরু রন্ধওয়া, রজত নাগপাল | গুরু রন্ধওয়া, নীতি মোহন | ৩:০৩ |
৬. | "লাক মেরা হিট" | কুমার | রোচক কোহলি | সুকৃতি ককর, মন্নত নুর, রোচক কোহলি | ৩:৫৪ |
৭. | "তেরা ইয়ার হুঁ ম্যায়" | কুমার | রোচক কোহলি | অরিজিৎ সিং | ৪:২৪ |
৮. | "সুইটি স্লোলি স্লোলি" | স্বপ্নিল তিওয়ারি | সৌরভ-বৈভব | মিকা সিং | ৩:০৭ |
মোট দৈর্ঘ্য: | ৩০:১৩ |
বক্স অফিস
সোনু কে টিটু কি সুইটি ২০১৮ সালের সর্বাধিক লাভজনক ছবিগুলির অন্যতম।[21] যেখানে এই ছবিটির নির্মাণ ব্যয় ছিল ৩০ কোটি টাকা, সেখানে ছবিটি থেকে মোট আয় হয় ১৪৮.৭১ কোটি টাকা।[22][23]
তথ্যসূত্র
- "Sonu Ke Titu Ki Sweety is unstoppable at the box office - Eastern Eye"। Eastern Eye। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- Hungama, Bollywood (২৪ ফেব্রুয়ারি ২০১৮)। "Box Office: Worldwide collections and day wise break up of Sonu Ke Titu Ki Sweety - Bollywood Hungama"। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৮।
- "Sonu Ke Titu Ki Sweety to clash with Aiyaary: Director Luv Ranjan says 'my film is safe'"। Hindustan Times। ১২ জানুয়ারি ২০১৮।
- "Official Trailer: Sonu Ke Titu Ki Sweety – Luv Ranjan"। YouTube। ২০ ডিসেম্বর ২০১৭ – T-Series-এর মাধ্যমে।
- "Sonu Ke Titu Ki Sweety trailer: Get ready to ROFL with this bromance vs romance fare"। The Indian Express। ডিসেম্বর ২০, ২০১৭।
- BookMyShow। "Sonu Ke Titu Ki Sweety Movie (2018) | Reviews, Cast & Release Date in - BookMyShow"। BookMyShow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১২।
- "Sonu Ke Titu Ki Beauty movie review: Celebs love it, critics say Luv Ranjan again portrays women in a negative light"। International Business Times। ২৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "Sonu Ke Titu Ki Sweety box office: Kartik Aaryan and Nushrat Bharucha film crosses the Rs 50 crore mark"। ৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- "Sonu Ke Titu Ki Sweety is 2018's second highest grosser after Padmaavat, beats Akshay Kumar's PadMan"। Hindustan Times। ১২ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- "Official Announcement – SKTKS" – Twitter-এর মাধ্যমে।
- "Luv Ranjan teams up with Bhushan Kumar for a romcom"। The Times of India।
- "Luv Ranjan's new film launched" – Twitter-এর মাধ্যমে।
- "Title Announcement Video – Luv Ranjan – Kartik Aaryan, Nushrat Bharucha, Sunny Singh,Saurav Singh" – YouTube-এর মাধ্যমে।
- "'Sonu Ke Titu Ki Sweety' director Luv Ranjan: 'I make films on what happens after happy endings'"। Scroll.in।
“In India, they say that marriage happens between two families. But in cities, friends have become the new family. So for a marriage to work, it is imperative that your friends like the new person in your life and vice versa. It is saas-bahu with a twist.”
- "PRODUCTION: New Indian Film Shooting in Georgia"। filmneweurope.com। Film New Europe। ৩ আগস্ট ২০১৭।
- "Kartik, Nushrat, Sunny head to Rishikesh in new Sonu Ke Titu Ki Sweety song"। sonuHindustan Times। ৩ জানুয়ারি ২০১৮।
- "Sonu Ke Titu Ki Sweety (Original Motion Picture Soundtrack)"। iTunes।
- Yo Yo Honey Singh: DIL CHORI (Video)। সংগ্রহের তারিখ ২৬ ডিসে ২০১৭ – YouTube-এর মাধ্যমে।
- "Honey Singh back after two years with Dil Chori"। Hindustan Times। ২৬ ডিসেম্বর ২০১৭।
- "ZACK KNIGHT on Twitter: "The Bengali vocal is from a sample pack "voice of India" by Earth Moments""।
- "I don't fear being judged as a misogynist: Kartik Aryan on 'protecting best friend from a gold digger'"। Hindustan Times। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- "Box Office: Sonu Ke Titu Ki Sweety surpasses Pad Man; becomes second highest grosser of 2018"। Bollywood Hungama। ১২ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- Hungama, Bollywood (২৪ ফেব্রুয়ারি ২০১৮)। "Box Office: Worldwide collections and day wise break up of Sonu Ke Titu Ki Sweety - Bollywood Hungama"। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সোনু কে টিটু কি সুইটি (ইংরেজি)
- Sonu Ke Titu Ki Sweety বলিউড হাংগামায়