সোনু ওয়ালিয়া

সোনু ওয়ালিয়া (জন্ম ১৯শে ফেব্রুয়ারি ১৯৬৪) হলেন একজন বলিউড অভিনেত্রী, মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মডেল। ১৯৮৯ সালে, তিনি তাঁর অভিনীত খুন ভরি মাঙ্গ (১৯৮৮) ছবির জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার অর্জন করেছিলেন। সোনু ওয়ালিয়া একজন মনোবিজ্ঞানের স্নাতক এবং সাংবাদিকতার ছাত্রী। তিনি বিজ্ঞাপন মডেল হয়ে তাঁর কর্ম জীবন শুরু করেছিলেন। এরপর তিনিমিস ইন্ডিয়া প্রতিযোগিতায় যোগ দেন।

সোনু ওয়ালিয়া
২০১৩ সালের মার্চে সোনু ওয়ালিয়া
জন্ম (1964-02-19) ১৯ ফেব্রুয়ারি ১৯৬৪
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীসূর্য প্রকাশ

প্রাথমিক জীবন এবং শিক্ষা

সোনু ১৯৬৪ সালের ১৯শে ফেব্রুয়ারি দিল্লির পাঞ্জাবি ভাষী ওয়ালিয়া পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে অফিসার ছিলেন। জন্মের পর তাঁর নাম দেওয়া হয়েছিল সোনিয়া। পরে তাঁর নামকরণ করা হয় সোনু। তিনি মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[1]

কর্ম জীবন

সোনু ১৯৮৫ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতা জিতেছিলেন[2] এবং এরপর তিনি মিস ইউনিভার্স ১৯৮৫ প্রতিযোগিতায় যোগদান করে ছিলেন। ১৯৮৪ সালের মিস ইন্ডিয়া জুহি চাওলার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এর এক বছর পর, তাঁর দায়িত্ব শেষ করে, ১৯৮৬ সালে, মেহের জেসিয়ার মাথায় তিনি মুকুট তুলে দেন। ১৯৮৬ সালে শর্ত চলচ্চিত্র দিয়ে তিনি তাঁর অভিনয়ের সূচনা করেছিলেন।[3] ১৯৮৮ সালে, তিনি আকর্ষণ ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবির কিছু সাহসী দৃশ্যের জন্য তাঁকে মনে রাখা হয়েছে।[4] সেই বছরেই তিনি রাকেশ রোশন পরিচালিত খুন ভরি মাঙ্গ চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রেখা এবং কবীর বেদী। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার জিতেছিলেন।

১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত, তিনি টিভিরমহাভারত ধারাবাহিকে বব্রুবাহনের মাচিত্রাঙ্গদার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি টম অল্টার এবং শাহবাজ খানের সাথে বেতাল পচ্চিসি নামে একটি টিভি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিল আশনা হ্যায় ছবিতে প্রথমবার পরিচালক হিসেবে হেমা মালিনীর পরিচালনায় সালমা চরিত্রে অভিনয়ের জন্য সোনু ওয়ালিয়াকে সর্বশেষ বার দেখা গিয়েছিল।[5]

ব্যক্তিগত জীবন

ওয়ালিয়া বিবাহ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত একজন এনআরআই (অনাবাসী ভারতীয়) সূর্য প্রকাশকে,[6] যিনি ছিলেন হোটেলমালিক এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। ১৯৯৫ সালে পুনেতে একটি শান্ত অনুষ্ঠানে তাঁদের বিবাহ হয়। [7] কিন্তু ২০১০ সালে, দুর্ভাগ্যক্রমে, সূর্য প্রকাশের মৃত্যু হয়।[5] তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি ভারত এবং আমেরিকার মধ্যে যাওয়া আসা করেন এবং থাকেন। [4]

সোনু অভিনীত চলচ্চিত্র

বছরশিরোনামচরিত্রটিকা
১৯৮৬শর্ত মডেল হিসেবে
১৯৮৮খুন ভরি মাঙ্গ নন্দিনী
আকর্ষণ প্রিয়া
১৯৮৯আপন দেশ পরায়ে লোগ
মহাদেবনর্তকী
তুফান নিজেরই চরিত্রে
ক্লার্ক সোনু
১৯৯০মহা-সংগ্রাম নীলম
তেজা হীনা
হাতিম তাই সায়িরা
অগ্নিকাল মেরি ডি সুজা
১৯৯১নাম্বারি আদমী পারো
খেল তারা জয়সিং
হক আল্পনা - স্বামীর মেয়ে
প্রতিকার উমা সিং
থালাপাঠি তামিল চলচ্চিত্র
নর্তকী (বিশেষ উপস্থিতি)
স্বর্গ জ্যায়সা ঘর দেবকী
রূপয়ে দস করোড়
জীবন দাতা প্রিয়া সিং (শিবরামের কন্যা))
১৯৯২তহলকা জেনি ডি'কোস্টা
দিল আশনা হ্যায়সালমা এ. বেগ
নিশ্চয়ে পার্বতী
১৯৯৩সাহিবাঁ রাজকুমারী রাজী
১৯৯৪মহাক্ষত্রিয় কান্নাড় চলচ্চিত্র
আনাড়ি দাদা
১৯৯৫জল্লাদ
ফৌজি লাজবন্তী ("লাজ্জো")
১৯৯৬যশ মিসেস কল্পনা রাই
১৯৯৮সর্বন্স দানী গুরু গোবিন্দ সিং বেগম সাহিবা
২০০১কসম বিজলী
২০০৫সূর্যকান্ত
২০০৮জয় মা শেরাওয়ালি দেবী মা শেরাওয়ালিকৃতিত্ব সোনু প্রতাপ ওয়ালিয়া

তথ্যসূত্র

  1. "Sonu Walia"। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০
  2. "Snapshot: You won't believe how actress Sonu Walia looks now!"ibnlive.in.com। ২০১৩। ১৮ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩the 1985 Miss India beauty pageant winner
  3. "Sonu Walia Biography, Age, Height, Weight, Family, Caste, Wiki & More"। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০
  4. "SONU WALIA"। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০
  5. "Sonu Walia is back but not as an actress"। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০
  6. "Where is the bombshell Sonu Walia now? - Hindustan Times"hindustantimes.com। ২০১২। ২৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩married (to hotelier Surya Prakash)
  7. "Where is the bombshell Sonu Walia now?"hindustantimes.com/ (ইংরেজি ভাষায়)। ২০১২-১২-০৫। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৭

বহিঃসংযোগ

পূর্বসূরী
জুহি চাওলা
মিস ইন্ডিয়া
১৯৮৫
উত্তরসূরী
মেহের জেসিয়া


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.