সোনারায় ইউনিয়ন, গাবতলী
সোনারায় ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন।[2]
সোনারায় ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
২ নং সোনারায় ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | গাবতলী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মফিদুল ইসলাম[1] |
আয়তন | |
• মোট | ২৮.৪৯ বর্গকিমি (১১.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ২৯,৩৫৩ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান
এটি গাবতলী উপজেলায় অবস্থিত।
আয়তন
এই ইউনিয়নের মোট আয়তন ২৮.৪৯ বর্গকিলোমিটার।
জনসংখ্যা
১৯৯১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৩৫৩ জন।
প্রশাসনিক কাঠামো
সোনারায় ইউনিয়ন ৩১টি গ্রাম ও ১৬টি মৌজা নিয়ে গঠিত।
শিক্ষা ব্যবস্থা
এই ইউনিয়নের সাক্ষরতার হার ২৭%। এখানে ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি কলেজ রয়েছে।
- উচ্চ বিদ্যালয়[3]
- পীরগাছা উচ্চ বিদ্যালয়
- সোনারায় উচ্চ বিদ্যালয়
- করিম পাড়া বি.এম দাখিল মাদরাসা
- কলেজ
- তছলিমউদ্দিন তরফদার ডিগ্রি কলেজ
- করিম পাড়া ফজিলা আজিজ মেমোরিয়াল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
হাট বাজার
- পীরগাছা হাট
- আটাপাড়া হাট
- জামির বাড়িয়া হাট
জনপ্রতিনিধি
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম।[1]
- পূর্ববর্তী চেয়ারম্যানবৃন্দ
- মোঃ বাচ্চু
- আবুল কাশেম
- ওয়ালিউল হক (বিলু মাস্টার)
- লুৎফর রহমান তারাজুল
- রফিকুল ইসলাম রাঙ্গা
- তারাজুল ইসলাম
ধর্মীয় উপাসনালয়
এই ইউনিয়নে ১০টি মসজিদ, ৩টি ঈদগাহ ও ১টি মন্দির রয়েছে।
দর্শনীয় স্থান
খাল ও বিল
- ইছামতি নদী
- গজারিয়া নদী
- সাংদহ বিল
- খুপী বিল
- আটবাড়িয়া বিল
- সরধনকুটি বিল
- বাংগাবাড়ী বিল
- করিমপাড়া বিল
তথ্যসূত্র
- "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০।
- "ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- "উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.