সোনাইছড়ি ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি
সোনাইছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
সোনাইছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
৫নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ | |
সোনাইছড়ি সোনাইছড়ি | |
স্থানাঙ্ক: ২১°২৩′১৭″ উত্তর ৯২°৯′৩৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | নাইক্ষ্যংছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এ্যানিং মার্মা |
আয়তন | |
• মোট | ১৭.২৪ বর্গকিমি (৬.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪,৯৯০ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৫০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৩.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৬০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
সোনাইছড়ি ইউনিয়নের আয়তন ৪,২৬০ একর (১৭.২৪ বর্গ কিলোমিটার)।[1] এটি নাইক্ষ্যংছড়ি উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাইছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ৪,৯৯০ জন। এর মধ্যে পুরুষ ২,০৮১ জন এবং মহিলা ২,৯০৯ জন। মোট পরিবার ৯৯৭টি।[1]
অবস্থান ও সীমানা
নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণাংশে সোনাইছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার।[2] এ ইউনিয়নের দক্ষিণে ঘুমধুম ইউনিয়ন, পূর্বে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং উত্তরে ও পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সোনাইছড়ি ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উত্তর চাকঢালা
- চাকঢালা
- দক্ষিণ চাকঢালা
- সোনাইছড়ি
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাইছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৯%।[1] এ ইউনিয়নে ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
সোনাইছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
হাট-বাজার
সোনাইছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল চাকঢালা বাজার।[5]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: এ্যানিং মার্মা[6]
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
- "এক নজরে নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"। naikhongchhari.bandarban.gov.bd। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮।
- "Schools/Colleges in NAIKHONGCHHARI - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।
- "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - সোনাইছড়ি ইউনিয়ন - সোনাইছড়ি ইউনিয়ন"। sonaychariup.bandarban.gov.bd।
- "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"। naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮।
- "- সোনাইছড়ি ইউনিয়ন - সোনাইছড়ি ইউনিয়ন"। sonaychariup.bandarban.gov.bd। ৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮।