সৈয়দ আশিক রহমান

সৈয়দ আশিক রহমান বাংলাদেশি একজন চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও বেসরকারী টেলিভিশন চ্যানেলে আরটিভির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ অর্জন করেন। [1] ২০১৮ সালে তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ চলচ্চিত্র জাতিসংঘের সদর দপ্তরসহ একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। [2]

চলচ্চিত্র

প্রযোজিত চলচ্চিত্রসমূহ
চলচ্চিত্রের নাম মুক্তির সন পরিচালক কলাকুশলী পুরস্কার/সম্মাননা
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় [3] ২০২১ সৈয়দ সাবাব আলী আরজু জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র
লিডার, আমিই বাংলাদেশ ২০২১ (নির্মিতব্য) তপু খান শাকিব খান, শবনম বুবলী
বায়োপিক ২০২১ (নির্মিতব্য) পরীমনি, সিয়াম
শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২[4] ২০২০ দেবাশীষ বিশ্বাস অপু বিশ্বাস, বাপ্পী
সাপলুডু[5] ২০১৯ আরিফিন শুভ, মীম, সালাহদ্দিন লাভলু, রুনা খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনেতা ২০১৯[6]
যদি একদিন ২০১৮ মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, আফরীন শিখা রাইসা জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী ২০১৯[7]

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা করেছে সরকার"বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২
  2. "শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার পেলেন সৈয়দ আশিক রহমান"RTV Online। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩
  3. "বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রামাণ্যচিত্র: 'বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন'"। সারাবাংলা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২
  4. "নতুন রূপে ফিরছেন অপু বিশ্বাস | print - Bhorer Kagoj"। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩
  5. প্রতিবেদক, নিজস্ব। "মিম, শুভর 'সাপলুডু' আসছে ২৭ সেপ্টেম্বর"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩
  6. কাদের, মনজুর। "কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩
  7. "বিজয়ীদের হাতে চলচ্চিত্র পুরস্কার"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.