সৈয়দ আশিক রহমান
সৈয়দ আশিক রহমান বাংলাদেশি একজন চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও বেসরকারী টেলিভিশন চ্যানেলে আরটিভির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ অর্জন করেন। [1] ২০১৮ সালে তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ চলচ্চিত্র জাতিসংঘের সদর দপ্তরসহ একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। [2]
চলচ্চিত্র
চলচ্চিত্রের নাম | মুক্তির সন | পরিচালক | কলাকুশলী | পুরস্কার/সম্মাননা |
---|---|---|---|---|
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় [3] | ২০২১ | সৈয়দ সাবাব আলী আরজু | জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র | |
লিডার, আমিই বাংলাদেশ | ২০২১ (নির্মিতব্য) | তপু খান | শাকিব খান, শবনম বুবলী | |
বায়োপিক | ২০২১ (নির্মিতব্য) | পরীমনি, সিয়াম | ||
শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২[4] | ২০২০ | দেবাশীষ বিশ্বাস | অপু বিশ্বাস, বাপ্পী | |
সাপলুডু[5] | ২০১৯ | আরিফিন শুভ, মীম, সালাহদ্দিন লাভলু, রুনা খান | জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনেতা ২০১৯[6] | |
যদি একদিন | ২০১৮ | মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ | শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, আফরীন শিখা রাইসা | জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী ২০১৯[7] |
তথ্যসূত্র
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা করেছে সরকার"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- "শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার পেলেন সৈয়দ আশিক রহমান"। RTV Online। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩।
- "বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রামাণ্যচিত্র: 'বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন'"। সারাবাংলা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২।
- "নতুন রূপে ফিরছেন অপু বিশ্বাস | print - Bhorer Kagoj"। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩।
- প্রতিবেদক, নিজস্ব। "মিম, শুভর 'সাপলুডু' আসছে ২৭ সেপ্টেম্বর"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩।
- কাদের, মনজুর। "কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩।
- "বিজয়ীদের হাতে চলচ্চিত্র পুরস্কার"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.