সৈয়দ আব্দুল মালিক
সৈয়দ আব্দুল মালিক (ইংরেজি: Syed Abdul Malik; অসমীয়া: চৈয়দ আব্দুল মালিক) অসমীয়া সাহিত্যের এক বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও কবি। ১৯৭৭ সনে তিনি অসম সাহিত্য সভার সভাপতি পদে নিযুক্ত হন।[1] তিনি অঘরি আত্মার কাহিনী নামক উপন্যাসের জন্য ১৯৭২ সাহিত্য অকাদেমি পুরস্কার,[2] ১৯৯২ সনে অসম উপত্যকা পুরস্কার, ১৯৯৫ সনে শংকরদেব পুরস্কার ও পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।[3] সম্মান লাভ করে[4]৷
সৈয়দ আব্দুল মালিক | |
---|---|
জন্ম | ১৫ জানুয়ারী, ১৯১৯ নাহরণি, গোলাঘাট |
মৃত্যু | ১৯ ডিসেম্বর, ২০০০ |
পেশা | গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার ও কবি |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা
১৯১৯ সনের ১৫ জানুয়ারীতে[5] অসমের গোলাঘাট জেলার নাহরনি নামক স্থানে সৈয়দ আব্দুল মালিক জন্মগ্রহণ করেন।[6] যোরহাট হাইস্কুল থেকে শিক্ষা সমাপ্ত করে তিনি যোরহাট মহাবিদ্যালয় থেকে আই.এ ডিগ্রী লাভ করেন। ১৯৪১ সনে গুয়াহাটির কটন কলেজ থেকে বি.এ ডিগ্রী লাভ করেন। কিছুবৎসর চাকুরি করার পর ১৯৫১ সনে অসমীয়া বিভাগে এম.এ ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন
১৯৪২ সনে আবকারী বিভাগের সাব-ইন্সপেক্টর রুপে কর্মে যোগদান করা আব্দুল মালিকে কিছুদিন সৈন্য বিভাগেও যোগদান দিয়েছিলেন। ১৯৪৬ সনে যোরহাট মহাবিদ্যালয়ে ফার্শী প্রবক্তা রুপে ২বৎসর কাজ করে গুয়াহাটি-শিলং বেতার কেন্দ্রে পোগ্রাম এসিস্টেন্ট হিসেবে যোগদান করেন। প্রায় দের বৎসর এই কার্য করে ঢেকিয়াল হাইস্কুল ও কুরালগুরি হাইস্কুলে শিক্ষকতা করেন। ১৯৫১ সন থেকে ১৯৭৬ সন পর্যন্ত যোরহাটের জে.বি কলেজে অসমীয়া বিভাগে প্রবক্তা রুপে কার্যনির্বাহ করেন। ১৯৬৩ সন থেকে ১৯৬৯ সন পর্যন্ত সাহিত্য অকাদেমি কাউন্সিলে সদস্য রুপে থাকা আব্দুল মালিক ১৯৬৯ সনে সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ১৯৭৬ সনে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন ও অভায়াপুরি অধিবেশনে অসম সাহিত্য সভার সভাপতি রুপে নির্বাচিত হন। ভারতীয় গণ নাট্য সংঘ ও কমিনিউষ্ট আন্দোলনের সহিত তিনি তরুন বয়স থেকে জড়িত ছিলেন।
মৃত্যু
২০০০ সনের ১৯ ডিসেম্বর তারিখে সৈয়দ আব্দুল মালিক মৃত্যুবরণ করেন।
সাহিত্যিক অবদান
উপন্যাস
|
নাটক
কবিতা
গল্প সংকলন
কৌতুক রচনা
ভ্রমণ কাহিনী
অন্যান্য গ্রন্থ
|
পুরস্কার
বর্ষ | পুরস্কার | তথ্য |
---|---|---|
১৯৭২ | সাহিত্য অকাদেমি পুরস্কার | অঘরী আত্মার কাহিনী উপন্যাসের জন্য |
১৯৮৪ | পদ্মশ্রী | অসমীয়া সাহিত্যে অবদান রাখার জন্য |
১৯৯২ | পদ্মবিভূষণ | অসমীয়া সাহিত্যে অবদান রাখার জন্য |
১৯৯২ | অসম উপত্যকা পুরস্কার | |
১৯৯৫ | শংকরদেব পুরস্কার |
বহিঃসংযোগ
তথ্যসূত্র
- ১৯১৭ সন থেকে অসম সাহিত্য সভার সভাপতিদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ওয়েবসাইট, আহরণ: ১৮ নৱেম্বর, ২০১২।
- "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ি অসমীয়াদের তথ্য"। সাহিত্য অকাদেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।
- "Search Awardees - Padma Awards - My India, My Pride - Know India: National Portal of India"। India.gov.in। ২০০৯-০১-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৫।
- http://www.assaminfo.com/famous-people/35/syed-abdul-malik.htm
- Bipuljyoti Saikia। "Bipuljyoti Saikia's Homepage : Authors & Poets - Syed Abdul Malik"। Bipuljyoti.in। ২০১৩-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৫।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।