সৈয়দপুর কারামতিয়া ফাযিল মাদ্রাসা

সৈয়দপুর কারামতিয়া ফাযিল মাদ্রাাসা রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা[1] [2]

সৈয়দপুর কারামতিয়া ফাযিল মাদ্রাাসা, পীরগাছা
সৈয়দপুর কারামতিয়া ফাযিল মাদ্রাাসারি একাডেমিক ভবন
ধরনমাদ্রাসা
স্থাপিত নভেম্বর ১৯৫২ (1952-11-01)
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৮ জন
শিক্ষার্থী৬০০+ জন
ঠিকানা, ,
ইআইআইএন১২৭৭৩৪, মাদ্রাসা কোড-
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

নামকরণ

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মো. সোলায়মান মিয়া ও অন্যান্য সদস্যগণ কারামত আলী জৌনপুরীর ভক্ত ছিলেন। তারা এ মহান সমাজ সংস্কারকেরকের নামানুসারে এ মাদ্রাসাটির নাম সৈয়দপুর কারামতিয়া ফাযিল মাদ্রাসা রাখে।

ইতিহাস

মাদরাসাটি ১৯৫২ সালে দাখিল মাদ্রাসা হিসাবে চালু হয়। পরে ১৯৫৫ সালে আলিম এবং ফাযিল খোলার অনুমতি পায়।[1]

ভবনের বিবরণ

মাদরাসাটির প্রায় ১.৭৫ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ১১.১৯ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে। ভবন আছে-৬টি।[1]

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৩টি।
  3. বিজ্ঞানাগাড়--২টি
  4. মসজিদ-১টি।[1]

অন্যান্য

  1. কম্পিউটার ল্যাব-১টি
  2. পাঠাগার- ১টি।[1]

পোশাক

ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের আকাশি রঙের জামা, সাদা এফরোন, কালো বোরখা ও সাদা ওড়না।

সাংস্কৃতিক কর্মকান্ড

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়।

ফলাফল

সুযোগ্য গভর্নিনিং বডির তত্ত্বাবধানে[3] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৮৮% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিল পরীক্ষায় ৮৪.২১% ও আলিম পরীক্ষায় ৭৬% পাশ করে।[1]

গ্যালারি

সৈয়দপুর ফাযিল মাদ্রাসার মুলগেট, দক্ষিণ মুখী
মাদ্রাসা মসজিদ, পশ্চিম দিক থেকে পুব মুখী

তথ্যসূত্র

  1. "SAYEDPUR KARAMATIA FAZIL MADRASAH"127734.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯
  2. "Sayedpur Karamatia Biliteral Fazil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯
  3. "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.