সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয়
সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয় (সৈয়দপুর সরকারি কলেজ বা সৈয়দপুর কলেজ নামেও পরিচিত) বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত একটি মহাবিদ্যালয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিভুক্ত একটি অনার্স-লেভেলের ডিগ্রি কলেজ।[1] কলেজটি সৈয়দপুর শহর ও নীলফামারী জেলার প্রথম কলেজ। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।[2] পূর্ব পাকিস্তান আমলে কলেজটির নাম ছিল "কে-এ-দে আজম"। এটির একটি বিশাল ক্যাম্পাস রয়েছে। এখানে একটি শহীদ মিনার রয়েছে যা সৈয়দপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবেও ব্যবহৃত হয়। ২০১৮ সালে সরকারিকরণ করে সৈয়দপুর মহাবিদ্যালয়কে "সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয়" হিসাবে নামকরণ করা হয়।[3]
সৈয়দপুর সরকারি কলেজ | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৫৩ |
অধিভুক্তি | দিনাজপুর বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৮০+ |
শিক্ষার্থী | ২,০০০+ |
অবস্থান | , , ৫৩১০ , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | নগর |
পাঠ্যধারা
- উচ্চ মাধ্যমিক স্তর (এইচএসসি)
- চার বছরের অনার্স কোর্স
- ডিগ্রি পাস কোর্স
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (এইচএসসি, ডিগ্রি পাস কোর্স, চার বছরের অনার্স কোর্স)
- সিলেবাস: জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলা।
তথ্যসূত্র
- "List of Degree (Honors) Level College" (XLS)। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৬।
- "জাতীয়করণের তালিকায় সৈয়দপুর কলেজ"। archive1.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০।
- "উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: সংস্কৃতিমন্ত্রী"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.