সে আমার মন কেড়েছে
সে আমার মন কেড়েছে হচ্ছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী মারপিট চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান ও প্রযোজনা করেছেন শাপলা কথাচিত্র।[1] চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শ্রাবস্তী দত্ত তিন্নি। আহমেদ শরীফ, মিশা সওদাগর এবং আলমগীর সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সে আমার মন কেড়েছে ২০১২ সালের ২০ আগস্ট মুক্তি পায়।[2] এটি মার্কিন চলচ্চিত্র ফ্রেঞ্চ কিস থেকে অনুপ্রাণিত।
সে আমার মন কেড়েছে | |
---|---|
পরিচালক | সোহানুর রহমান সোহান |
প্রযোজক | শাপলা কথাচিত্র |
রচয়িতা | অনন্য মামুন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শওকত আলী ইমন |
পরিবেশক | সন্ধানী কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- শাকিব খান - আরিয়ান
- শ্রাবস্তী দত্ত তিন্নি - আলিশা
- আলমগীর
- মিশা সওদাগর - আতিক
- আহমেদ শরীফ
- প্রবীর মিত্র
- রেহানা জলি
- ডন
সংগীত
সে আমার মন কেড়েছে চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
গান | সংগীতশিল্পী | গীতিকার | টীকা |
---|---|---|---|
তুমি আমি আমি তুমি" | কুমার বিশ্বজিৎ ও রেজিয়া পারভিন | ||
বাহির থেকে আসবেনা কেউ" | |||
আমার থাকে যদি লক্ষ কোটি মন" | |||
ও সাথীরে শুনো" | |||
আমি ভালবাসার" |
তথ্যসূত্র
- ঈদের পাঁচ ছবি [Five Eid pictures]। Kaler Kantho। ২০১২। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- Eid movies : Shakib Khan dominates market
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.