সেরিয়ে আ

সেরিয়ে আ (ইতালীয় উচ্চারণ: [ˈsɛːrje ˈa]), ইতালীয় পেশাদার ফুটবলের সর্বোচ্চ ফুটবল লিগ। ১৯২৯-৩০ মৌসুম হতে সেরিয়ে আ ৮০ বছরেরও অধিক সময় হতে অনুষ্ঠিত হয়ে আসছে। সেরিয়ে আ বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ হিসেবে বিবেচিত এবং তা ৯০ দশক থেকে মধ্য সহস্রাব্দ পর্যন্ত শ্রেষ্ঠ ফুটবল লিগ ছিল।[1] সেরিয়ে আ-এর দলগুলো সর্বাধিক ২৬ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অংশগ্রহণ করে। তার মাঝে তারা ১২ বার শিরোপা লাভ করে।[2] উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা ইউরোপা লিগে ক্লাব পারফরম্যান্সের উপর ভিত্তি করে উয়েফার রেটিং অনুযায়ী, সেরিয়ে আ ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে ৪র্থ স্থান অধিকার করে আছে।[3] স্পেনিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, এবং জার্মান বুন্দেসলিগা যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে।

সেরিয়ে আ
স্থাপিত১৮৯৮ আনুষ্ঠানিকভাবে
১৯২৯ থেকে রাউন্ড-রবিন প্রতিযোগিতা
দেশইতালি ইতালি
কনফেডারেশনউয়েফা
দলের সংখ্যা২০
লিগের স্তর
অবনমিতসেরিয়ে বি
ঘরোয়া কাপকোপা ইতালিয়া
সুপারকোপা ইতালিয়া
আন্তর্জাতিক কাপউয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা ইউরোপা লিগ
বর্তমান চ্যাম্পিয়নএসি মিলান (১৯তম শিরোপা)
(২০২১-২২)
সর্বাধিক শিরোপাইয়ুভেন্তুস (শিরোপা ৩৬টি)
সম্প্রচারকস্কাই ইতালিয়া
মিডিয়াসেট প্রিমিয়াম
ওয়েবসাইটlegaseriea.it
২০২২-২৩

বিন্যাস

২০০৪-০৫ মৌসুম থেকে সবমিলিয়ে ২০ টি ক্লাব সেরিয়ে আ-তে অংশগ্রহণ করছে। রাজনৈতিক কারণে এক মৌসুমে (১৯৪৭–৪৮) ২১ টি ক্লাব অংশ নিয়েছিলো। নিচে সেরিয়ে আ ইতিহাসে ক্লাবের সংখ্যার একটি তালিকা দেয়া হলো;

  • ১৮ টি ক্লাব = ১৯২৯১৯৩৪
  • ১৬ টি ক্লাব = ১৯৩৪১৯৪২
  • ১৮ টি ক্লাব = ১৯৪২১৯৪৬
  • ২০ টি ক্লাব = ১৯৪৬১৯৪৭
  • ২১ টি ক্লাব = ১৯৪৭১৯৪৮
  • ২০ টি ক্লাব = ১৯৪৮১৯৫২
  • ১৮ টি ক্লাব = ১৯৫২১৯৬৭
  • ১৬ টি ক্লাব = ১৯৬৭১৯৮৮
  • ১৮ টি ক্লাব = ১৯৮৮২০০৪
  • ২০ টি ক্লাব = ২০০৪বর্তমান

চ্যাম্পিয়নস

ক্লাব চ্যাম্পিয়ন রানার-আপ মৌসুম
জুভেন্টাস
৩৬
২১
১৯০৫, ১৯২৫-২৬, ১৯৩০-৩১, ১৯৩১-৩২, ১৯৩২-৩৩, ১৯৩৩-৩৪, ১৯৩৪-৩৫, ১৯৪৯-৫০, ১৯৫১-৫২, ১৯৫৭-৫৮, ১৯৫৯-৬০, ১৯৬০-৬১, ১৯৬৬-৬৭, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৭৪-৭৫, ১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮, ১৯৮০-৮১, ১৯৮১-৮২, ১৯৮৩-৮৪, ১৯৮৫-৮৬, ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ২০০১-০২, ২০০২-০৩, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৫-১৬, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮,

২০১৮-১৯, ২০১৯-২০

ইন্টার মিলান
১৯
১৬
১৯০৯-১০, ১৯১৯-২০, ১৯২৯-৩০, ১৯৩৭-৩৮, ১৯৩৯-৪০, ১৯৫২-৫৩, ১৯৫৩-৫৪, ১৯৬২-৬৩, ১৯৬৪-৬৫, ১৯৬৫-৬৬, ১৯৭০-৭১, ১৯৭৯-৮০, ১৯৮৮-৮৯, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০২০-২১
এসি মিলান
১৯
১৬
১৯০১, ১৯০৬, ১৯০৭, ১৯৫০-৫১, ১৯৫৪-৫৬, ১৯৫৬-৫৭, ১৯৫৮-৫৯, ১৯৬১-৬২, ১৯৬৭-৬৮, ১৯৭৮-৭৯, ১৯৮৭-৮৮, ১৯৯১-৯২, ১৯৯২-৯২, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ২০০৩-০৪, ২০১০-১১, ২০২১-২২
জেনোয়া
১৮৯৮, ১৮৯৯, ১৯০০, ১৯০২, ১৯০৩, ১৯০৪, ১৯১৪-১৫, ১৯২২-২৩, ১৯২৩-২৪
তোরিনো
১৯২৭-২৮, ১৯৪২-৪৩, ১৯৪৫-৪৬ ১৯৪৬-৪৭,১৯৪৭-৪৮, ১৯৪৮-৪৯, ১৯৭৫-৭৬
বোলোনিয়া
১৯২৪-২৫, ১৯২৮-২৯, ১৯৩৫-৩৬, ১৯৩৬-৩৭, ১৯৩৮-৩৯্‌ ১৯৪০-৪১, ১৯৬৩-৬৪
প্রো ভার্সেলি
১৯০৮, ১৯০৯, ১৯১০-১১, ১৯১১-১২, ১৯১২-১৩, ১৯২০-২১, ১৯২১-২২
রোমা
১৪
১৯৪১-৪২, ১৯৮২-৮৩, ২০০০-০১
লাৎজিও
১৯৭৩-৭৪, ১৯৯৯-২০০০
ফিওরেন্তিনা
১৯৫৫-৫৬, ১৯৬৮-৬৯
নাপোলি
১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০
ক্যাগ্লিয়ারি
১৯৬৯-৭০
এএস কাসালে
-
১৯১৩-১৪
ইউএসডি নোভেসে
-
১৯২১-২২
ইউসি সাম্পদরিয়া
-
১৯৯০-৯১
হেলাস ভেরোনা এফসি
-
১৯৮৪-৮৫

গাড় বর্তমানে সেরিয়ে আ-তে অংশগ্রহণকারী ক্লাব বোঝাচ্ছে।

আরোও দেখুন

তথ্যসূত্র

  1. http://www.uefa.com/memberassociations/association=ita/honours/index.html
  2. Kevin Ashby (২০০৭-০৫-২৪)। "Serie A reiterates star quality"। UEFA.com। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-১৩
  3. "UEFA Country Ranking 2011"। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.