সেমিনাল ভেসিকল

সেমিনাল ভেসিকল (একে ভেসিকুলার গ্রন্থি, [1] বা সেমিনাল গ্রন্থিও বলা হয়), হচ্ছে মূত্রথলির নিম্নপ্রান্ত ও মলাশয়ের মাঝখানে অবস্থিত একজোরা ছোট আঙ্গুলের মতো কোঁচকানো থলিকা। প্রত্যেক থলিকা একেকটি প্যাঁচানো নালিকায় গঠিত ও যোজক টিস্যুতে আবৃত।

Seminal vesicle
Cross-section of the lower abdomen in a male, showing parts of the urinary tract and male reproductive system, with the seminal vesicles seen top right
The seminal vesicles seen near the Prostate, viewed from in front and above.
বিস্তারিত
পূর্বভ্রূণWolffian duct
তন্ত্রMale reproductive system
ধমনীInferior vesical artery, middle rectal artery
লসিকাExternal iliac lymph nodes, internal iliac lymph nodes
শনাক্তকারী
লাতিনVesiculae seminales, glandulae vesiculosae
মে-এসএইচD012669
টিএ৯৮A09.3.06.001
টিএ২3631
এফএমএFMA:19386
শারীরস্থান পরিভাষা

বীর্য উৎপন্নের জন্য বিপুল পরিমান থকথকে পদার্থ ক্ষরণ করা এবং ক্ষরনের ফ্রুকটোজ সচল শুক্রানুর শক্তির আধার হিসেবে এটি কাজ করে।

গঠন


তথ্যসূত্র

  1. Rowen D. Frandson; W. Lee Wilke; Anna Dee Fails (২০০৯)। "Anatomy of the Male Reproductive System"Anatomy and Physiology of Farm Animals (7th সংস্করণ)। John Wiley and Sons। পৃষ্ঠা 409। আইএসবিএন 978-0-8138-1394-3।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.