সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয়, কলকাতা
সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয়, কলকাতা (ইংরেজি: St. Xavier's University, Kolkata) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিউ টাউন উপনগরীতে অবস্থিত একটি বেসরকারি জেসুইট বিশ্ববিদ্যালয়। ২০১৭ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
নীতিবাক্য | Nihil Ultra |
---|---|
বাংলায় নীতিবাক্য | দূরে নেই কিছু |
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয়, জেসুইট |
স্থাপিত | ২০১৭ |
উপাচার্য | ফেলিক্স রাজ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চলীয় |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
ওয়েবসাইট | www |
ইতিহাস
২০১১ সালে ফেলিক্স রাজের সভাপতিত্বে কলকাতার সেন্ট জেভিয়ার’স কলেজ প্রাক্তনী সংসদ একটি দশবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১২ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার’স কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনাটি অনুমোদন করেন। ২০১৩ সালে সরকারের থেকে জমি কিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় "সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয়, কলকাতা আইন" পাস হয়। এই আইনে বলা হয়, পশ্চিমবঙ্গের জেসুইট কলেজগুলি এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারবে এবং জেসুইট প্রভিন্সিয়ালের সভাপতিত্বে সেন্ট জেভিয়ার’স কলেজ কলকাতা এডুকেশনাল ট্রাস্ট হবে এই বিশ্ববিদ্যালয়ের মালিক।[1] এছাড়া ৩৬ সদস্যের একটি গভর্নিং বডি, একজিকিউটিভ কাউন্সিল, ১৩ সদস্যের একটি একজিকিউটিভ কাউন্সিল, অ্যাকাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টি কাউন্সিল, বোর্ড অফ স্টাডিজ ও ফাইনান্স কমিটি গঠিত হয়।[2]
২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি উক্ত আইন মোতাবেক সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই মাসেই ফেলিক্স রাজ বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।[3]
মূল বিশ্ববিদ্যালয় ভবনটি ছয়তলা। এই ভবনে একাধিক গ্যালারি ও অ্যাম্ফিথিয়েটারের ধাঁচে নির্মিত কয়েকটি শ্রেণীকক্ষ আছে।[4] মূল ভবনের কাছেই বৃহদায়তন একটি জেসুইট আবাসও নির্মিত হয়েছে।[5] সেন্ট জেভিয়ার’স কলেজটি অবশ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজ হিসেবে গণ্য হবে।[6]
চিত্রকক্ষ
- সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয়, কলকাতা
- বৃত্ত হাউজ, সেন্ট জেভিয়ার'স বিশ্ববিদ্যালয়, কলকাতা
তথ্যসূত্র
- "St Xaviers University Kolkata Bill 2016 passed in WB Assembly"। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১০।
- "St. Xavier's University, Kolkata"। www.sxuk.in (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১০।
- "Xavier's varsity gets vice-chancellor"। The Telegraph। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭।
- "St. Xavier's University, Kolkata"। www.sxuk.in (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১০।
- Sujit Chandra (২০১৭-০৫-১৫), St Xavier’s University, সংগ্রহের তারিখ ২০১৭-১০-১০
- "Mamata Banerjee's Christmas gift to St Xavier's College Kolkata"। Times of India। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭।