সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়াম

সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট মাঠ দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে অবস্থিত সেন্ট জর্জেস পার্কের একটি ক্রিকেট মাঠ। এ মাঠটি সেন্ট জর্জেস পার্ক,[1][2][3] ক্রুসেডার্স মাঠ[4] অথবা শুধুই ক্রুসেডার্স নামেও পরিচিত। দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রাচীন ক্রিকেট ক্লাব হিসেবে পরিচিত পোর্ট এলিজাবেথ ক্রিকেট ক্লাব ও ইস্টার্ন প্রভিন্স ক্লাবের অনুশীলন মাঠ এটি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টেস্ট ম্যাচএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অন্যতম মাঠ হিসেবে সেন্ট জর্জেস পার্কে নিয়মিতভাবে খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ মাঠটি গ্রাহামসটাউনে অবস্থিত কিংসউড কলেজের চেয়েও প্রাচীন।

সেন্ট জর্জেস পার্ক
সেন্ট জর্জেস
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানপোর্ট এলিজাবেথ
দেশদক্ষিণ আফ্রিকা
ধারণক্ষমতা১৯,০০০
প্রান্তসমূহ
ডাকপন্ড এন্ড
পার্ক ড্রাইভ এন্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ টেস্টমার্চ ১৮৮৯:
দক্ষিণ আফ্রিকা  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ পুরুষ টেস্টজানুয়ারি ২০১৩:
দক্ষিণ আফ্রিকা  বনাম  নিউজিল্যান্ড
প্রথম পুরুষ ওডিআইডিসেম্বর ১৯৯২:
দক্ষিণ আফ্রিকা  বনাম  ভারত
সর্বশেষ পুরুষ ওডিআইনভেম্বর ২০১৩:
দক্ষিণ আফ্রিকা  বনাম  পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
ইস্টার্ন প্রভিন্স (১৮৮৯-বর্তমান)
ওয়ারিয়র্স (২০০৪-বর্তমান)
২৪ ফেব্রুয়ারি ২০১৩ অনুযায়ী

প্রাতিষ্ঠানিক নামকরণ

বাণিজ্যিক সংক্রান্ত চুক্তির কারণে এ মাঠের প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয়েছে অ্যাক্সেস ডিএসএল সেন্ট জর্জেস[5] কিন্তু দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য ক্রিকেট সমর্থকেরা এ মাঠের ঐতিহাসিক ও পুরনো নাম সেন্ট জর্জেস পার্ক নামেই ডেকে থাকেন। বিখ্যাত পৌরাণিক চরিত্র সেন্ট জর্জের সাথে জড়িত ড্রাগনের বাসস্থান বা ড্রাগন’স লেয়ার মাঠের ডাকনাম।

ইতিহাস

মার্চ, ১৮৮৯ সালে এ মাঠে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় ইংল্যান্ড ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে ৮ উইকেটের ব্যবধানে পরাভূত করেছিল।[1] ঘটনাক্রমে এ টেস্টটিই ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। ২০০৫ সাল পর্যন্ত এ মাঠে ২১টি টেস্ট খেলা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে, দক্ষিণ আফ্রিকা ৮টিতে জয়লাভ করে ও ৪ খেলা ড্র করে এবং ৯টি খেলায় পরাজিত হয়। ডিসেম্বর, ১৯৯২ সালে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ভারত ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা। ২০০৫ সাল পর্যন্ত এ মাঠে ২৫টি একদিনের আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়।

২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ৫টি খেলা এ মাঠে অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য নির্দিষ্ট ১৫ মাঠের অন্যতম মাঠ হিসেবে সেন্ট জর্জেস পার্কে গ্রুপ-পর্বের ৩, সুপার সিক্সের ১ এবং একটি সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র

  1. "St George's Park (Sahara Oval, St Georges)"Yahoo। ২৩ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১০
  2. "Simon puts Eng on top"The Daily Star (Bangladesh)। ২০০৪-১২-২১। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১০
  3. "St George's Park, Port Elizabeth"। Sport GetAways। ২৫ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১০
  4. Highams, E. E.। Across a continent in a man-of-war : being the log of commission of H.M.S. "Pelorus", 1906-1909 : with a full account of her cruise of 2,000 miles up the Amazon। London: Westminster Press। পৃষ্ঠা 79। সংগ্রহের তারিখ ২০১০-০১-০৯
  5. "St George's Park undergoes name change"। ESPN Cricket info। ২০০৯-০৯-১১। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১০

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.