সেতী অঞ্চল
সেতী (নেপালি: सेती अञ्चल শুনুন ) হচ্ছে নেপালের ১৪টি অঞ্চলের একটি। এটি নেপালের দূর-পশ্চিম বিকাশ অঞ্চলে অবস্থিত।
সেতী सेती अञ्चल | |
---|---|
অঞ্চল | |
দেশ | নেপাল |
অঞ্চল | সুদূর পশ্চিমাঞ্চল |
সময় অঞ্চল | নেপাল সময় (ইউটিসি+৫:৪৫) |
সেতী পাঁচটি জেলা অঞ্চলে বিভক্ত। সেগুলো হলও: আছাম, বাঝাং, বাজুরা, ডোতি এবং কাইলালি জেলা।
District | Type | Headquarters |
---|---|---|
অছাম | পাহাড় | Mangalsen |
বঝাঙ | পর্বত | Chainpur |
বাজুরা | পর্বত | Martadi |
ডোটী | পাহাড় | Silgadhi |
কৈলালী | বাহির তরাই | Dhangadhi |
তরাইয়ের ধনগড়ি হচ্ছে সেতী অঞ্চলের প্রধান শহর। দিপায়ল-সিলগড়ি হচ্ছে এ অঞ্চলের সদরদপ্তর।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.