সেকেন্দার বেগ
সেকেন্দার বেগ (তুর্কি: İskender Bey, যার অর্থ "লর্ড আলেকজেন্ডার" বা "নেতা আলেকজেন্ডার"; আলবেনীয়: Gjergj Kastrioti Skënderbeu) নামেই পরিচিত জর্জ কাস্ক্রিয়োটি সেকেন্দার বেগ (৬ মে, ১৪০৫ - ১৭ জানুয়ারী, ১৪৬৮)[1], ছিলেন ১৫-শতকের একজন আলবেনীয় সামন্ত রাজা। উসমানীয় সম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অন্যতম প্রধান খ্রিস্টান ব্যক্তিত্ব হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি আলবেনীয়ার জাতীয় বীর হিসেবে পরিচিত।
জর্জ কাস্ক্রিয়োটি সেকেন্দার বেগ | |
---|---|
ডোমিনাস আলবেনিয়া (লর্ড অফ আলবেনিয়া) | |
রাজত্ব | ১৪৪৩-১৪৬৮ |
পূর্বসূরি | জন কাস্ক্রিয়োটি |
জন্ম | [G] সাইন,[A] Principality of Kastrioti, বর্তমানে আলবেনিয়া | ৬ মে ১৪০৫
মৃত্যু | ১৭ জানুয়ারি ১৪৬৮ ৬২) Alessio (Lezhë), Republic of Venice, বর্তমানে আলবেনিয়া | (বয়স
সমাধি | সেন্ট নিকোলাস চার্চ অফ ল্যাচি, আলবেনিয়া |
দাম্পত্য সঙ্গী | ডোনিকা কাস্ক্রিয়োটি |
প্রাসাদ | কাস্ক্রিয়োটি |
পিতা | জন কাস্ক্রিয়োটি |
মাতা | Vojsava Tripalda |
ধর্ম | খ্রিস্টান →ইসলাম (converted) →খ্রিস্টান (converted) |
তথ্যসূত্র
- "Skanderbeg | Albanian hero | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.